Entertainment

১২০ টাকার বিনিময়ে হোটেলে কাজ করেছেন, এখন তিনি কোটিপতি, মোনালিসার জীবনকাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও

Advertisement

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপরিচিত একজন অভিনেত্রী তিনি। এমনকি ‛হইচই’- র ‛দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের ‛ঝুমা বৌদি’ নামেই সে বেশি পরিচিত দর্শক মহলে। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন মোনালিসা (Monalisa)। যার ভালো নাম অন্তরা বিশ্বাস। যদিও তাকে সবাই মোনালিসা বলেই চেনেন। তাকে নিয়ে নেটিজেনদের ক্রেজ কোনো কালেই কম ছিলনা। যতদিন যাচ্ছে ততই যেন বেড়ে চলেছে দ্বিগুন গতিতে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

বর্তমানে তার জনপ্রিয়তা বলুন বা সম্পত্তি দুটোই আকাশ ছোঁয়া। কিন্তু জানেন কি একটাসময় চরম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কেটেছিল মোনালিসার। তখন তিনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ছিল তার দিনযাপন। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়ে। আর যার কারণে তাদের আর্থিক অভাবের মধ্যে পড়তে হয়।

আর এই পরিস্থিতিতে মাত্র ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেন মোনালিসা। প্রথমে একটি হোটেলে দৈনিক ১২০ টাকার বিনিময়ে হোস্টেস হিসেবে কাজ করতেন। আর সেইসময়ই একজন বাঙালি প্রযোজকের সঙ্গে তার আলাপ হয়। তিনিই মোনালিসাকে মডেলিং করার পরামর্শ দেন। আর তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। তার প্রথম ভোজপুরী সিনেমা হল ‛কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সিনেমায় তার অভিনয় দক্ষতা সহ সৌন্দর্য্যে দুটোই নজর কেড়েছিল। এমনকি তাকে ‛বিগ বস ১০’-এও অংশ নিতে দেখা গিয়েছিল। তিনি জিততে না পারলেও অসংখ্য মানুষের মনজয় করে নিয়েছিলেন। শুধু ভোজপুরী নয় হিন্দি ও বাংলা দুই জায়গাতেই তিনি কাজ করেছেন। এক সংবাদমাধ্যমেই রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার মোট আয় ৮-১০ কোটি টাকার কাছাকাছি। বিলাসবহুল বাড়ি, গাড়ি সবই এখন তার হাতের মুঠোয়।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

একসময় মোনালিসা মাসে ৩৬০০ টাকা রোজগার করতো। আর বর্তমানে তিনি প্রতিটি ছবির জন্য ৫ থেকে ৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এমনকি টিভি শোয়ের জন্য নেন ৫০-৭০ হাজার টাকা। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই চোখ রাখলে বোঝা যায় যে, তিনি কতটা বিলাসবহুল জীবন কাটান। তাহলে জানলেন তো মোনালিসার উঠে আসার কাহিনী।