বক্স অফিসে শ্রী রামের জয়জয়কার! প্রথম দিনেই ‘পাঠান’- কে জোর টক্কর ‘আদিপুরুষ’-এর

অরিজিৎ সিংহের কণ্ঠে ‘জয় শ্রী রাম’ গান শোনা গিয়েছিলো। বিগ বাজেট সিনেমা কার্যত বক্স অফিসেও অব্যাহত সেই ম্যাজিক। তবে ৬০০ কোটি বাজেটের ‘আদিপুরুষ’ দেখে কার্যত মনমরা সিনেমা প্রেমিক। এখন এমনিতেই দেশে ভগবান কেন্দ্রিক সিনেমার জয় জয় কার চলছে। তার মধ্যে থেকেই রামায়ণের ভগবান রাম চন্দ্রকে পর্দায় বাস্তবায়িত করতে ব্যর্থ ছবির পরিচালক ও লেখক ওম রাউত। ব্যাপক ট্রোলের শিকার সিনেমার VFX ও চলতি চায়ের দোকানের চ্যাংরা ছেলের মতো আওড়ানো কিছু ডায়লগ।
তবে ট্রেড এনালাইসিস্টদের মতে প্রথম দিনেই বক্স অফিসে কামাল করে দিয়েছে এই সিনেমা। ১৬ই জুন এই সিনেমাটি প্যান ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে। সেখানেই একদিনে ১৪০ কোটি টাকার গন্ডি পেরিয়েছে আদিপুরুষ। যেখানে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া ভাষায় রিলিজ হয়েছে। দেখে নিন ভাষা অনুযায়ী আদিপুরুষ সিনেমার কালেকশন।
- হিন্দি – ৩৬ কোটি
- তেলেগু – ৪৮ কোটি
- মালয়ালাম – ০.৪০ কোটি
- তামিল – ০.৭০ কোটি
- কান্নাড়া – ০.৪ কোটি
এই অংক এক করলে ভারতে আদিপুরুষের কালেকশন দেখা যাচ্ছে ৮৫.৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশের অংক বেশ ভালোই দৌড়াচ্ছে বলা চলে। ছবির মুখ্য অভিনেতা প্রভাস, নায়িকা কৃতি শ্যানন নিজের ইনস্টাগ্রামে ছবি দিয়ে ১৪০ কোটি পার করার কথা জানিয়েছেন। দেশের মধ্যে প্রথম ওপেনিং বেশি কালেকশনে এখনও পর্যন্ত প্রথমে আছে পাঠান। দ্বিতীয় স্থান অবশ্য ধরে রেখেছে বহু প্রতিক্ষিত ‘KGF 2’। তৃতীয়তে ব্রাহ্মস্ত্র থাকলেও এবার সেই জায়গা দখল করলো আদিপুরুষ।
যদিও সিনেমা প্রেমীদের একাংশ এই অংক মানতে নারাজ। অনেকেই জানাচ্ছেন সিনেমা হল গুলি নাকি খালি যাচ্ছে। তারপরেও এইভাবে টাকার অংক বেড়ে যাওয়া নিছকই ব্যবসায়িক ফাঁদ সে কথাও বলেছেন। ছবির ভিলেন বা রাবনের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। আজ শনিবার ও আগামীকাল রবিবার ব্যবসা বাড়ার সম্ভবনা আছে। সেক্ষেত্রে সিনেমা হল গুলিতে আরও বেশি ভিড় হবে বলে আশাবাদী ছবির নির্মাতারা।