অভিনয় না করেও কিভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা? অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও

তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার অভিনয় দক্ষতা থেকে শুরু করে সৌন্দর্য্য আজও বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। হাজারও সুন্দরীর মাঝে দাঁড়িয়েও তিনি আজও ক্ষমতা রাখেন সবটুকু আকর্ষণ নিজের দিকে টেনে নিতে। ৭০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী আজও এভারগ্রিন। কার কথা বলছি বলুন তো? তিনি হলেন এভারগ্রীন নায়িকা রেখা (Rekha)। ৮০ ও ৯০-এর দশকে তিনি একেরপর এক সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। আর পেয়েছেন সাফল্য।
তার সেই কাজল টানা চোখ, এক পিঠ ঢেউ খেলানো চুল ও কপালে টিপ ও সিঁথি ভর্তি সিঁদুর! এই রূপে যে কত পুরুষের মন পাগল হয়েছে তার কোনো হিসেব নেই। বলিউডের সর্বকালীন ডিভা হলেন রেখা (Rekha)। বর্তমানে তার বয়স প্রায় ৬৭ বছর। কিন্তু তারপরেও তিনি অষ্টাদশীর যুবতীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন তার সৌন্দর্য্য দিয়ে। তার কেরিয়ার যেমন সকলের আলোচ্য বিষয় তেমনই ব্যাক্তিগত জীবন নিয়ে বারংবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে।
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তার প্রেমের কথা কারোরই অজানা নয়। তবে, বর্তমানে তাকে খুব একটা সিনেমার পর্দায় দেখা যায়না। কিন্তু তারপরেও তার বিলাসবহুল জীবনযাত্রায় কোনো খামতি নেই। কিন্তু কাজে না থেকেও কিভাবে এমন বিলাসবহুল জীবন তিনি কাটান সেটাই অনেকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর আজকের এই প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করবো।
বর্তমানে ৪০০ কোটি টাকার মালিক রেখা। তার স্বামী ও সন্তান কেউই নেই। আপনি জানলে অবাক হবেন যে, শুধু মুম্বাইতে (Mumbai) নয় দক্ষিণ ভারতেও প্রচুর সম্পত্তি রয়েছে রেখার। আর সেখান থেকে মোটা অঙ্ক আয় করেন রেখা (Rekha)। এছাড়াও তিনি রাজ্যসভার সাংসদ। তার এই পদের জন্য তিনি প্রতিমাসে ১ লাখ টাকা পান। সিনেমায় তাকে না দেখা গেলেও প্রায়শই তাকে টিভি শোতে দেখা যায়। সেখান থেকেও তিনি ভালো অঙ্কের টাকা আয় করেন।
শুধু কি তাই বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনেও বেশ ভালো পারিশ্রমিক নেন তিনি। এমনকি জনপ্রিয় বিজ্ঞাপনে মুখ দেখান তিনি। এছাড়াও বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রেখা (Rekha)। তাহলে বুঝতেই পারছেন এভারগ্রীন এই অভিনেত্রীর বিলাসবহুল জীবন কাটানোর আয়ের উৎস। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাগরমুখী নামের যে বাড়িতে রেখা থাকেন সেই বাড়িটির দাম ১০০ কোটি টাকা।