Entertainment

অনির্বান ভট্টাচার্যের বউকে চেনেন? অভিনেত্রীর স্ত্রী কতটা সুন্দরী, রইলো তার ছবি

Advertisement

বাঙালি মেয়েদের ক্রাশ বলতে যীশু (Jishu),পরমের (Param)পাশাপাশি অনির্বান ভট্টাচার্যও (Anirban Bhattacharya) একজন বৈকি। তাঁকে একবার দেখার জন্য পাগল মেয়েরা। তবে, মেয়েদের কাঁদিয়ে অবশেষে আগের বছর ২৬ নভেম্বর বিয়েটা সেরেই নিয়েছেন অনির্বান। তাঁর স্ত্রী হলেন মধুরিমা গৌস্বামী (Madhurima Goswami)। সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্রি সেরেছেন তাঁরা। মধুরিমাও নাট্যচর্চার সঙ্গেই যুক্ত বহুদিন ধরে। একসঙ্গে তারা বেশকিছু নাটক প্রযোজনাতে কাজও করেছেন।

অনির্বান ভট্টাচার্যের বউকে চেনেন? অভিনেত্রীর স্ত্রী কতটা সুন্দরী, রইলো তার ছবি

মধুরিমার (Madhurima Goswami) বেড়ে ওঠা একেবারে সাংস্কৃতিক আবহে। তার বাবা হলেন পদ্মশ্রী খ্যাত মুখাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। আর তাই স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছে মধুরিমা। এমনকি অনির্বান ও মধুরিমা দুজনেই পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও দীর্ঘদিন তাঁরা একসঙ্গে ‘ ‘হাতিবাগান সঙ্ঘরাম’ দলে কাজ করেছেন। মধুরিমা নিজেও একজন নাট্যশিল্পী।

অনির্বান ভট্টাচার্যের বউকে চেনেন? অভিনেত্রীর স্ত্রী কতটা সুন্দরী, রইলো তার ছবি

মেদিনীপুর থেকে আসা ছেলেটা অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে জায়গা করে নিয়েছে টলিউডের (Tollywood) অন্দরে। ২০০৫ সালে অনির্বান (Anirban Bhattacharya) যুক্ত হয় থিয়েটার দলের সঙ্গে। এরপর ২০১৩ সালে ‘কোলকাতার কিং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। এরপর ‘ঈগল’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার আওয়ার্ডও পান।

অনির্বান ভট্টাচার্যের বউকে চেনেন? অভিনেত্রীর স্ত্রী কতটা সুন্দরী, রইলো তার ছবি

এরপর সৃজিত মুখার্জ্জীর (Srijit Mukherjee) হাত ধরেই নতুন ভাবে পরিচিতি পায় অনির্বান (Anirban Bhattacharya)। ‘শাহ রিজেন্সি’ তে গাওয়া ‘কিছু চাইনি আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর বহু ছবিতে কাজ করতে দেখা যায় অনির্বানকে। এছাড়াও সম্প্রতি তাঁর লেখা গান ‘আমি অন্য কোথাও যাব না। আমি এই দেশেতেই থাকব’ গানটিও খুব জনপ্রিয় হয়ে ওঠে। আপাতত তাঁর পরের কাজের অপেক্ষায় তাঁর ভক্তরা। সম্প্রতি অনির্বানের জীবনের এই অজানা কথাই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

অনির্বান ভট্টাচার্যের বউকে চেনেন? অভিনেত্রীর স্ত্রী কতটা সুন্দরী, রইলো তার ছবি