একদা অসাধারণ অভিনয়ে কাঁপিয়েছেন ছোটপর্দা! প্রতিভা থাকলেও আজ পর্দায় দেখা যায় না এই অভিনেত্রীদের

বাংলা টেলিভিশনের (Television) পর্দায় একেরপর এক ধারাবাহিক সকলের মনজয় করে নেয়। আর সেই ধারাবাহিকের নায়িকারা হন সকলের প্রিয়। তবে, আজ আপনাদের সঙ্গে এমন কিছু অভিনেত্রীদের কথা শেয়ার করবো যারা একটা সময় ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পেলেও বর্তমানে তাদের আর টিভির পর্দায় দেখা যায়না। চলুন তবে জেনে নেওয়া যাক তারা কারা
১. তিথি বসু (Tithi Basu)
একটা সময় ‛মা’ সিরিয়ালের দৌলতে ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিথি বসু। প্রায় ৫ বছর রমরমিয়ে চলেছিল এই ধারাবাহিক। কিন্তু তারপরে আর ঝিলিককে সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি।
২.প্রত্যুষা পাল (Pratyusha Paul)
২০১৭ সালে ‛তবু মনে রেখো’ ধারাবাহিক দিয়ে টিভির পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর ‛এসো মা লক্ষী’, ‛রেশম ঝাঁপি’র মতো ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তারপরে আর তাকে টিভির পর্দায় দেখা যায়নি।
৩.বিজয়লক্ষী চট্টোপাধ্যায় (Vijaylakshmi Chatterjee)
‛সংসার সুখের হয় রমণীর গুনে’ ধারাবাহিক দিয়ে প্রথম টিভির পর্দায় পা রাখেন। এরপর জি বাংলার পর্দায় ‛রানু পেল লটারি’ ধারাবাহিকে কাজ করেন। তারপর আর তাকে কোনো সিরিয়ালের পর্দায় দেখা যায়নি।
৪.নেহা আমনদীপ (Neha Amandeep)
২০১৬ সালে জি বাংলার পর্দায় ‛স্ত্রী’ ধারাবাহিক দিয়ে প্রথম টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন। এরপর সান বাংলার পর্দায় ‛কনে বউ’ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। তারপর থেকে আর কোনো সিরিয়ালে তাকে দেখা যায়নি।
৫.বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)
‛বয়েই গেল’ ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ‛নেতাজি’, ‛গানের ওপারে’ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। কিছুদিন আগেই তিনি মা হয়েছিলেন। বর্তমানে তাকে আর টিভির পর্দায় দেখা যায়না।
৬.বিনীতা চট্টোপাধ্যায় (Binita Chatterjee)
‛মেম বউ’ সিরিয়াল দিয়ে পর্দায় পা রেখেছিলেন বিনীতা। প্রথম সিরিয়ালেই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কিন্তু তারপর আর তাকে টিভির পর্দায় দেখা যায়নি।