Panchomi: ভালোবেসে ‘নাগিন’ পঞ্চমীকে রাস্তার মাঝে জড়িয়ে ধরলো কিঞ্জল, দেখে বিরাট খুশি দর্শকরা

কিঞ্জলের ভালোবাসার বন্ধনে আবদ্ধ পঞ্চমী। এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛পঞ্চমী’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সুস্মিতা দে (Susmita Dey) এবং অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। কিছুদিন হল টিভির পর্দায় এসেছে এই ধারাবাহিক। আর এরমধ্যেই পুরোদমে মনজয় করে নিয়েছে ভক্তদের। আর তার প্রমান মিলেছে টিআরপি তালিকায়।
মা-বৌমা-সংসারের বাইরে গিয়ে একটু ভিন্ন ধারার গল্প বলছে এই সিরিয়াল। আর সেই কারণেই হয়তো এই ধারাবাহিক বেশি করে মনজয় করে নিয়েছে সকলের। এর আগে স্টার জলসার পর্দায় সাপের সিরিয়াল দেখানো হয়নি। শুরু থেকেই গল্পে রয়েছে একটি রহস্য। প্রথমদিকে পঞ্চমী জানতো না তার জন্মরহস্য। কিন্তু বর্তমানে সে জানে তার আসল পরিচয়। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, পঞ্চমীকে বাঁচানোর জন্যই কিঞ্জল তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে।
আর তারপর থেকেই হাজারও একটা ঝামেলায় পড়তে হয় পঞ্চমীকে। ওদিকে নাগমাতা পঞ্চমীকে জানিয়েছে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু পঞ্চমী তা করতে না পারায় নাগমাতা ও কালনাগিনী এসে হাজির হয়েছে কিঞ্জলদের বাড়িতে। ওদিকে পঞ্চমীর পালিত পিতাকেও তারা জলের নীচে নাগলোকে আটকে রেখে দিয়েছিল। কিন্তু অবশেষে তাকে রক্ষা করে পঞ্চমী।
আর এরই মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে কে, পঞ্চমীকে খুঁজতে গাড়ি নিয়ে বেরিয়েছে কিঞ্জল। রাস্তার মাঝেই তাদের দেখা হয়। পঞ্চমীকে দেখে হাফ ছেড়ে বাঁচে কিঞ্জল। রাস্তার মাঝেই তাকে জড়িয়ে ধরে। এবার দেখার পালা আগামী দিনে কিঞ্জল ও পঞ্চমীর সম্পর্ক কোন দিকে মোড় নেয়।