Entertainment

Kiara Advani: বিয়ের কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা কিয়ারা আদবানি! হইচই সোশ্যাল মিডিয়ায়

Kiara Advani Pregnancy News: বিয়ে হয়েছে বছরও ঘোরেনি, কিন্তু তারমধ্যেই এবার কিয়ারার (Kiara Advani) অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কিয়ারা আদবানি। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সঙ্গে বিয়ের বন্ধনে তিনি আবদ্ধ হন। একেবারে নিঃশব্দে জয়সলমেরের সূর্যগড় প্যালেস হোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন এই প্রেমিক জুটি।

বন্ধু-বান্ধব ও কাছের আত্মীয়স্বজন সহ মোট ১০০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তারা। ২০১৮ সালে অভিনীত ‛লাস্ট স্টোরিস’-র ব্যাপ আপ পার্টি থেকেই সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের গল্প শুরু হয়। আর তারপর থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা শুরু হয় আনাচে কানাচে। এমনকি একটা সময় দুজনের ব্রেকআপের কথাও শোনা গিয়েছিল। পাশাপাশি কিয়ারার (Kiara Advani) ঘনিষ্ঠ সূত্র মাধ্যম জানা গিয়েছিল তিনি নাকি বিয়েও করতে নারাজ।

যদিও সব জল্পনায় জল ঢেলে নতুন বছরের শুরুতেই কিয়ারা ও সিদ্ধার্থর (Kiara-Sidharth) বাঁধা পড়েন বিয়ের বন্ধনে। বর্তমানে কেরিয়ার ও পরিবার এই দুই নিয়ে বেশ ভালো সময় কাটছে কিয়ারার। কিন্তু তারমধ্যেই হঠাৎ করে কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে ভরে গিয়েছে নেটদুনিয়া। সম্প্রতি ছবির প্রচারের জন্য কার্তিক আরিয়ানের সঙ্গে জয়পুর উড়ে গিয়েছেন কিয়ারা। আর সেখানেই কার্তিকের সঙ্গে একটি ছবি তুলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

যেখানে তাকে একটি কমলা রঙের ব্রালেটের সঙ্গে মিলিয়ে একটি কোর্ট পরতে দেখা গিয়েছে। আর সেই ছবি দেখেই নেটিজেনদের মনে কিয়ারার অন্তঃসত্ত্বা নিয়ে গুঞ্জন উঠেছে। কেউ প্রশ্ন করেছেন কিয়ারা কি সত্যি মা হতে চলেছেন? আবার কেউ লিখেছেন আমি নিশ্চিত উনি সত্যিই মা হতে চলেছেন। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো মুখ খোলেননি কিয়ারা (Kiara Advani)।