Advertisement
Entertainment

পোশাকের ফাঁকে সুস্পষ্ট বক্ষ খাঁজ! হট লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন কিয়ারা, রইল ছবি

Advertisement
Advertisements

ডিপ নেক পোশাকে হটবম্ব কিয়ারা (Kiara Advani)। উষ্ণতার পারদ চড়লো নেটিজেনদের মনে। বলিউডের জনপ্রিয় তথা প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কিয়ারা আদভানি। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অগণিত ফ্যান-ফলোয়ার্স এর ভালোবাসা ও একের পর এক ছবির কাজ নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। বর্তমানে কিয়ারা নতুন সংসার নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

Advertisements

৭ ফেব্রুয়ারি সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সঙ্গে বিয়ের বন্ধনে তিনি আবদ্ধ হন। একেবারে নিঃশব্দে জয়সলমেরের সূর্যগড় প্যালেস হোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন এই প্রেমিক জুটি। বন্ধু-বান্ধব ও কাছের আত্মীয়স্বজন সহ মোট ১০০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তারা। বিয়ের পরই ফের একবার হট লুকে ধরা দিলেন। যা দেখে রীতিমতো ঘাম ছুটছে নেটিজেনদের।

Advertisements

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরণে রয়েছে গোলাপী রঙের ডিপ নেকের সিকোয়েন্সের জাম্পশ্যুট। স্মোকি আই সহ কার্লি হেয়ারে একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন। সঙ্গে সিলভার রঙের হান্টার সু ক্যারি করেছেন অভিনেত্রী।

কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) দুজনকেই প্রথমবার শেরশাহ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই কিয়ারা ও সিদ্ধার্থ কাছাকাছি এসেছিলেন। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম হয়। করণ জোহরের টক শো-তেই প্রথম কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের কথা প্রকাশ পায়।