×
EntertainmentVideoViral Video

বলিউড সুপারহিট গানে মডার্ন ড্রেসে দুর্দান্ত নাচ ‘খুকুমণি’ দীপান্বিতার, দেখে মুগ্ধ ভক্তরা

‛Are Re Are Ye Kya Huya’ গানে খোলা আকাশের নীচে দুর্দান্ত নাচ অভিনেত্রী দীপান্বিতার। মুহূর্তে ভাইরাল ভিডিও। গত বছর ২০২১ সালের ১ লা নভেম্বর টিভির পর্দায় এসেছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিক। তারপর থেকে বিহান ও খুকুর প্রেম কাহিনীতে মন মজেছিল সকলেই। ধারাবাহিকে খুকুমণি-র চরিত্রে অভিনয় করেছিলেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। আর বিহানের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রাহুল (Rahul)।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

তবে, বছর খানিকের মধ্যেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। এর আগে স্টার জলসারই (Star Jalsha) ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে চুমকি নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপান্বিতাকে। সেই চরিত্রেও বেশ দক্ষতার সঙ্গেই অভিনয় করেছিলেন তিনি। নেগেটিভ হোক বা পজেটিভ সব চরিত্রেই তিনি যে সমান দক্ষ তার প্রমান দিয়েছেন। তার ‘মসলা দিয়ে বাটনা বেটে থেঁতো করে মজা দেখিয়ে দেব’ বা ‘পেঁপে দিয়ে চেপে দেওয়া’ ডায়লগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শক মহলে।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

বর্তমানে তাকে স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-র (Dance Dance Junior Season 3) মঞ্চে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাচ্ছে। তবে, কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক এক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি এবার তাকে ‛Dil to Pagol Hai’ সিনেমার ‛Are Re Are Ye Kya Huya’ গানে নাচতে দেখা যাচ্ছে। সিনেমায় এই গানটিতে নাচতে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

আর এবার দীপান্বিতাকে দেখা গেল সেই গানেই নাচতে। তার পরণে রয়েছে গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের টপ ও কালো স্কার্ট। খোলা চুলে হালকা মেকআপে হুক স্টেপে পা মিলিয়েছেন অভিনেত্রী। লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের গলায় গাওয়া এই গানটি আজও বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই দীপান্বিতার এই ভিডিও কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।