জোর করে শশুর-শাশুড়িকেও ওয়েস্টার্ন পোশাক পরতে বাধ্য করলো অভিনেত্রী তৃণা, ভাইরাল ভিডিও
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি সকলেরই বেশ পছন্দ। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।
১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। রিল থেকে রিয়েল সকলেই জানে নীল-তৃনার বিয়ের কথা। আর খুব শিগগিরই যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একথাও কারোর অজানা নয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি হবে তাঁদের সঙ্গীত।
এছাড়া, অভিনয়ের পাশাপাশি তৃনা সোশ্যাল মিডিয়াতেও যে যথেষ্ট পরিমাণে সক্রিয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিত্য নতুন ছবি বলুন বা ভিডিও বা স্লোমো সবেতেই তাক লাগিয়ে দেন দর্শকদের।
আর সিরিয়ালে তাঁর দুষ্ট মিষ্টি মজার কান্ড মন ছুঁয়ে যায় সকল দর্শক ও ফ্যানদের।আর এই দর্শকরাই বিভিন্ন পেজ এর মাধ্যমে তাঁদের ভালোবাসা প্রকাশ করে। সম্প্রতি “খড়কুটো এসথেটিক” নামের একটি পেজ “খড়কুটো” সিরিয়ালেরই গুনগুন ও তাঁর শশুর বাড়ির লোকেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে তাঁদের পেজে। আর সেখানে দেখা যাচ্ছে যে, গুনগুন তাঁর শশুর বাড়ীর লোকেদের কিছু একটা বলছে। আর শশুর বাড়ীর কাকী শাশুড়ি,জেঠি শাশুড়ি, জা, ননদ সকলের পরণেই রয়েছে ফ্যাশনেবল পোশাক আর ছেলেদের পরনে রয়েছে টি-শার্ট ও শর্ট প্যান্ট। আর গুনগুনের পরনে রয়েছে একটি সাদা রঙের শর্ট ড্রেস ও গলায় গামছা।
ছবিটি পোস্ট করে ফ্যান পেজ থেকে ক্যাপশনে লিখেছে গুনগুনের শাড়ি=বাকিদের ওয়েস্টার্ন আউটফিট। শোধ বোধ। এর থেকে অনুমান করা যায় যে, সম্ভবত গুনগুনকে তাঁর শশুর বাড়ীর লোকেরা শাড়ি পড়তে বলায় গুনগুন এই শর্তই রেখেছে যে, তাকে শাড়ী পড়তে হলে সকলকে ওয়েস্টার্ন আউটফিট পড়তে হবে। গুনগুনের এই আচরণে রীতিমতো অস্থির হয়ে যাচ্ছে পরিবারের লোকজন
সম্প্রতি খড়কুটো সিরিয়ালের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।