মানসিকভাবে অসুস্থ তৃণা সাহা! খড়কুটো সিরিয়ালের ভিডিও নিয়ে জল্পনা তুঙ্গে
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সিরিযালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি দেখতে সবাই পছন্দ করেন। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিক খোকাবাবু এবং কলের বউ তে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।
তবে, অনেকের মতে তাঁর অভিনয় অত্যন্ত খারাপ। তাঁর অভিনয় দেখলে মনে হয় সে মানসিক অসুস্থ। তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ের পর্ব চলছে সিরিয়ালে। আর সেই কারণেই টিআরপি বাড়ছে হু হু করে।
সিরিয়ালে গুনগুনের চরিত্রে কিছুটা বাচ্চা বাচ্চা ভাব থাকলেও মানসিকভাবে অসুস্থ মানুষদের মত আচরণ করার মানে কি।সেই প্রশ্নই উঠছে দর্শকমহল। কিছু কিছু দর্শক তৃনার এই অভিনয় নিয়ে অভিযোগ করছে।
সম্প্রতি ভাইরাল হওয়া সিরিয়ালের একটি প্রমো নিয়ে উঠেছে চর্চা। একজন তো কমেন্টই করে বসেছেন “মেন্টালি আনস্টেবল লাগছে গুনগুনকে। আর সহ্য করা যাচ্ছে না। সবকিছুর একটা সীমা থাকা দরকার। কেউ তৃনা সাহাকে বলে দিন যে, এটা কলের বউ না। আর রাইটার কেউ নতুন কিছু লিখতে বলা হোক। তৃনার অভিনয় দেখে যে অনেকেই বিরক্ত হচ্ছেন তা ভালোই বোঝা যাচ্ছে।