খালি প্লেট, খিদের জ্বালায় খুব কষ্ট পাচ্ছেন অভিনেত্রী তৃনা, ভাইরাল মজাদার ভিডিও
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত খড়কুটো সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। সিরিয়ালের হিরোর সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি দেখতে সবাই পছন্দ করেন। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিক খোকাবাবু এবং কলের বউ তে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।
১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। তৃণার খুব ভাল বন্ধু নীল ভট্টাচার্য।
টলিপাড়ায় এখন চলছে বিয়ের মরসুম।সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তৃনা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি হবে তাঁদের সঙ্গীত।
আর সেই কারণেই তৃনা শহরের বুকে গার্লস গাং নিয়ে জোরকদমে বেচেলার পার্টি করা থেকে শুরু করে মামাবাড়িতে আইবুড়ো ভাত খাওয়া সবই একের পর এক সেরে ফেলছেন।
তবে, সম্প্রতি তৃনা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেখানেও অভিনেত্রীকে খেতেই দেখা যাচ্ছে। বেশ মজা করেই প্রথমে চামচ ও কাটা চামচ বাজিয়ে “ভুক লাগি ভুক লাগি” গানের সঙ্গে এক্সপ্রেশন দিয়েছে অভিনেত্রী। ভিডিওটিতে প্রথমে খাবার না পাওয়ায় ভুক লাগি বলে করুন মুখে এক্সপ্রেশন দিয়ে ঠিক তারপরই থালা ভর্তি খাবার নিয়ে হাজির হন অভিনেত্রী। আর সেই প্লেটে বিরিয়ানি থেকে শুরু করে চিংড়ি বেশ জবরদস্ত আইটেম রয়েছে মেনুতে। সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।