স্বামীর অধিকার বুঝে নিতে দিদির সাথে তুমুল ঝগড়া করলো ‘খড়কুটো’র গুনগুন, ভাইরাল ভিডিও
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল।
সিরিয়ালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি সকলেরই বেশ পছন্দ। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।
১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। রিল থেকে রিয়েল সকলেই জানে নীল-তৃনার বিয়ের কথা। আর খুব শিগগিরই যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একথাও কারোর অজানা নয়।
তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ের পর্ব চলছে সিরিয়ালে। আর সেখানে সে এখন নতুন বউ। আর সেই বিয়ের পর্বে এখন গুনগুন ও সৌজন্যের বৌভাতের পর্ব চলছে।
আর সেখানেই গুনগুন ও তার পিসির মেয়ের সঙ্গে একটা তর্ক-বিতর্ক চলছে। আর সেই সিনই ভাইরাল হয়েছে সোসাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনো একটি কারণ বশত গুনগুন তাঁর পিসির মেয়ে কে বলছে আমার সাথে তোমার কোন সম্পর্ক নেই আর আমি রাখতেও চাই না। আর তারপরই পিসির মেয়ে গুনগুনকে বলছে তাঁর কোনো স্ট্যান্ডার নেই, ক্লাস নেই। কিন্তু তাঁর এই কথার প্রতিবাদ জানায় পটকা।
সম্প্রতি সিরিয়ালের এই সিনটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।