স্নানের পোশাকে ফ্রেন্ডদের সাথে তুমুল নাচ তৃণার, সুপার ভাইরাল ভিডিও
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নীল ও তৃনা। নতুন বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।
দুজনেই বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। নীল হলে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির নিখিল আর তৃনা হল স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন। দুজনেই তাদের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছে সকলের।
সিরিয়ালে দুজনেই বিবাহিত হলেও এবার পালা একে অপরের বন্ধনে আবদ্ধ হওয়ায়। আর তাই তৃনার তরফে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি তাঁদের সঙ্গীত।
আর তাই এখন থেকেই বেচেলার পার্টি শুরু করে দিয়েছেন অভিনেত্রী তৃনা। সবেমাত্র দার্জিলিং থেকে বেচেলার পার্টি সেরে ফিরেছেন নীল। আর এদিকে শহরের বুকে গার্লস গাং নিয়ে জোরকদমে পার্টি করছে তৃনা।
সম্প্রতি তৃনা একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর সেখানে তৃনা এবং তাঁর বান্ধবীরা সকলেই সাদা রঙের বাথরোব পরে আছে। আর সঙ্গে সাউথ ইন্ডিয়ান রাউড়ি রাঠোর গানে তুমুল নাচছেন। ভিডিওটি পোস্ট করে তৃনা ক্যাপশনে লিখেছেন “এটা আমার রাউড়ি মেয়েদের সময়”। সম্প্রতি তৃনা এবং তাঁর বন্ধুদের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার।