×
EntertainmentViral Video

ভাত কাপড়ের অনুষ্ঠানে শশুর-শাশুড়ির সামনে তুমুল নাচ অভিনেত্রী তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল।

সিরিয়ালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি দেখতে সবাই পছন্দ করেন। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিক খোকাবাবু এবং কলের বউ তে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।

ADVERTISEMENT

১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। রিল থেকে রিয়েল সকলেই জানে নীল-তৃনার বিয়ের কথা। আর খুব শিগগিরই যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একথাও কারোর অজানা নয়।

তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ের পর্ব চলছে সিরিয়ালে। আর সেখানেই একের পর এক কান্ড ঘটিয়ে চলেছে নতুন বউ। কখনও বিয়ের আগে নিজে বর দেখতে চলে আসা কখনও আবার নতুন বউ হয়ে বাড়ি ঢোকার পথে অন্য সকলের সঙ্গে নাচতে নাচতে ঢোকা। সব মিলিয়ে মিশিয়ে একের পর এক কান্ড করেই চলেছে গুনগুন। তাঁর এই কীর্তি-কলাপ দেখে সকলের চোখ ছানাবড়া।

কিন্তু, সকলে তাঁর এই কীর্তি-কলাপকে বেশ মজার ছলেই দেখছেন। আর তেমনই সম্প্রতি সিরিয়ালে ভাত কাপুরের অনুষ্ঠানে সে আরও একটা কান্ড করে বসলো। সকলকে নিয়ে ‘দাম মারো দাম লুট জায়ে হাম” গানে নাচতে শুরু করেছে। বাড়ির বড় থেকে ছোট, ছেলে থেকে মেয়ে সকলকে তাঁর নাচে সামিল করে নিয়েছে। আর সকলেই বেশ মজা করে তাঁর সঙ্গে তাল ও মিলিয়েছে। সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা জমজমাট ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে সৌজন্যের বাড়িতে। সম্প্রতি তাঁর এই সিরিয়ালে নাচের ভিডিও ই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles