×
EntertainmentViral Video

বিয়ের আগে ননদের সাথে ‘টুম্পা সোনা’ গানে তুমুল নাচ তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত খড়কুটো সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। সিরিয়ালের হিরোর সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি দেখতে সবাই পছন্দ করেন। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিক খোকাবাবু এবং কলের বউ তে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।

১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। তৃণার খুব ভাল বন্ধু নীল ভট্টাচার্য।

রিল লাইফে নীল অর্থাৎ আপনাদের সকলের প্রিয় কৃষ্ণকলির নিখিল শ্যামার হলেও। রিয়েল লাইফে নীল কিন্তু তৃনার ই। টলিপাড়ায় এখন চলছে বিয়ের মরসুম ।সম্প্রতি তাঁরাও যে বিয়েটা সেরে ফেলবেন সে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ের পর্ব চলছে সিরিয়ালে। আর সেই বিয়ের আগে বিয়ের পোশাক পরে রীতিমতো নেচে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, গুনগুন তাঁর দুই ননদকে নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ ও টুম্পা সোনা দুটো হামপি দেনা, আমি মাইরি বলছি আর খৈনি খাবো না’ গানে নাচতে দেখা যাচ্ছে। সম্প্রতি তৃনা তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটিই পোস্ট করেছেন। আর তারপর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।