×
EntertainmentViral Video

মাথাভর্তি সিঁদুর, ওয়েস্টার্ন ড্রেসে ননদের সাথে তুমুল নাচলেন অভিনেত্রী তৃণা, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি সকলেরই বেশ পছন্দ। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।

১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। রিল থেকে রিয়েল সকলেই জানে নীল-তৃনার বিয়ের কথা। আর খুব শিগগিরই যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একথাও কারোর অজানা নয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি হবে তাঁদের সঙ্গীত।

ADVERTISEMENT

এছাড়া, অভিনয়ের পাশাপাশি তৃনা সোশ্যাল মিডিয়াতেও যে যথেষ্ট পরিমাণে সক্রিয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিত্য নতুন ছবি বলুন বা ভিডিও বা স্লোমো সবেতেই তাক লাগিয়ে দেন দর্শকদের।

তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ে হয়েছে সিরিয়ালে। আর বিয়ে থেকে বৌভাত এমনকি ফুলশয্যা অবধি গুনগুন যা কান্ড করেছে তা কারোরই অজানা না।

এছাড়া, অভিনয়ের পাশাপাশি তৃনা সোশ্যাল মিডিয়াতেও যে যথেষ্ট পরিমাণে সক্রিয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিত্য নতুন ছবি বলুন বা ভিডিও বা স্লোমো সবেতেই তাক লাগিয়ে দেন দর্শকদের। আর তাঁর ভিডিওতে মাঝে মধ্যেই সাধ দেয় তার সিরিয়ালের ননদ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে যে, তৃনা এবং তাঁর সিরিয়ালের ননদ মিলে একটি ভিডিও করেছে। আর তাঁদের দুজনকে “ঝুম বারাবার ঝুম বারাবার” গানে নাচতে দেখা যাচ্ছে। তৃনার পরনে রয়েছে একটি লাল রঙের ওয়েস্টার্ন ড্রেস সঙ্গে একটি জ্যাকেট। আর তাঁর ননদের পরনে রয়েছে হলুদ রঙের চুড়িদার ও লাল রঙের ওড়না।

ছবিটি পোস্ট করে তৃনা ক্যাপশনে লিখেছেন যে, “তোমাদের নতুন বছরের গান কি বন্ধুরা?” সম্প্রতি তৃনার পোস্ট করা এই ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles