×
EntertainmentViral Video

পরনে কনের সাজ, গোপনে বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা!

খড়কুটো ধারাবাহিকের দুষ্টু নায়িকার দুষ্টুমি দেখতে দর্শকরা সন্ধ্যে হলেই বসে যান বোকাবাক্সের সামনে। যে মেয়ে শর্ত দিয়ে বিয়ে করেছে সে যদি ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পাস করতে পারে তাহলে সে স্বামী সংসার ছেড়ে চলে যাবে। কি অদ্ভুত তাই না। আসলে তা না এ হচ্ছে তাঁর ছেলে মানুষি।

পরিচালক এই খুনসুটি করা মেয়েকে দিয়ে গল্পের প্লট এমন সাজিয়েছে যে খড়কুটো সিরিয়াল করে নিয়েছে দর্শকদের মনে এক বিশেষ জায়গা। কখনও সে বর এলে সবার সাথে ছুটে যায় নিজের বরকে দেখতে তো কখনও আবার বাসররাতে বর আলিঙ্গন না করায় তা নিয়ে বেজায় চটে থাকেন বরের উপর। বাসররাতে শ্বশুরের সাথে গানে গলাও মেলান আবার এই মেয়ে। শ্বশুরবাড়িতে এন্ট্রি নেওয়ার সময় পাড়ার মোড়ে ঘরের উঠোনে কোমর দুলিয়ে নাচে। সত্যিই কি বাচ্চামি তাই না।

ADVERTISEMENT

রিল লাইফে তো বিয়ের পর্ব প্রায় শেষ গুনগুনের। এবার রিয়েল লাইফে তৃণার বিয়ের সানাই বাজতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে টলি পাড়ায়। পাত্র কে? পাত্র আর কেউ নন তাঁর দীর্ঘ ১০ বছরের প্রেমিক কৃষ্ণকলির নিখিল। জানা গেছে, সামনের বছর ৪ঠা ফেব্রুয়ারি তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিয়ের পর গ্রীসে উড়ে যাবেন হানিমুন সারতে। রিল লাইফের মতোই রিয়েল লাইফেও তৃণা খুব হাসি মজা করে থাকতেই ভালোবাসেন। তাইতো ব্যস্ত সিডিউলের মাঝেই সময় বের করে কলকাতার এক বিলাসবহুল রিসোর্টে হৈ হুল্লোর করে সেরে নিলেন ব্যাচেলর পার্টি। বিয়ের আর বেশি দেরি নেই, তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত রবিবার মামাবাড়িতে আইবুড়ো ভাত খেয়ে তার শুভ সূচনা হয়েছে।

কিন্তু এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে যে তৃণা সাহা কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন? তার কারণটা যদিও যথাযথ। তৃণা সাহা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে নায়িকাকে মেরুন রঙের লাহেঙ্গার সাথে লাল ওড়না মাথায় এবং বেশ ভারী গয়নায় সেজেছেন তিনি। এই পোস্ট দেখেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে তৃণা সাহা বিয়ে করতে চলেছেন, করেননি এখনও। এটি ছিল তাঁর নতুন ব্রাইডাল ফটোশুটের ছবি।

ADVERTISEMENT

Related Articles