শীঘ্রই বাজবে বিয়ের সানাই, আজ থেকেই ‘আইবুড়ো’ ভাত খাওয়া শুরু করলেন অভিনেত্রী তৃনা
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব ও দেবলীনা। আর এবার পালা নীল ও তৃনা র। নতুন বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।
দুজনেই বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। নীল হলে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির নিখিল আর তৃনা হল স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন। দুজনেই তাদের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছে সকলের।
সিরিয়ালে দুজনেই বিবাহিত হলেও এবার পালা একে অপরের বন্ধনে আবদ্ধ হওয়ায়। আর তাই তৃনার তরফে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি তাঁদের সঙ্গীত।
আর সম্প্রতি তৃনা শহরের বুকে গার্লস গাং নিয়ে জোরকদমে বেচেলার পার্টি করে উঠেছেন। আর এবার পালা আইবুড়ো ভাত খাওয়ার। এটি বাঙালি রীতিরই একটি অংশ। বিয়ের আগে বন্ধু বান্ধব বা নিকট আত্মীয় এমনকি বিয়ের আগের দিন নিজের বাড়ি থেকে এই ভাত দেওয়া হয় বর ও কনে উভয়কেই।
সম্প্রতি তৃনা নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। আর সেখানে অভিনেত্রীকে বেশ মাছে, ভাতে, ডালে জমিয়ে আইবুড়ো ভাত খেতে দেখা গেল। এছাড়াও মেনুতে বেশ কয়েক রকমের ভাজা, মাছ ভাজা, পনির, চাটনি, মিষ্টি, দই সবকিছুই ছিল।
বেগুনি রঙের শাড়ি ও তার সঙ্গে রানী কালারের ব্লাউজ পরে হালকা সেজে একেবারে মিষ্টি মেয়ে হয়ে আইবুড়ো ভাত খেতে দেখা গেল অভিনেত্রীকে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ” এখান থেকেই আমি আমার আইবুড়ো ভাত শুরু করলাম”। সম্প্রতি অভিনেত্রীর এই আইবুড়ো ভাত খাওয়ার ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।