×
Entertainment

Gantchhora: সিংহ রায় পরিবারের আসল শত্রুদের সামনে আনতে পারলো খড়ি? ‘গাঁটছড়া’ দেখে তুমুল উত্তেজনা দর্শকমহলে

সিংহ রায় পরিবারের শত্রুকে সামনে আনলো খড়ি! ‛গাঁটছড়া’ (Gantchhora)গল্পে নয়া টুইষ্ট। এই মুহূর্তে খুশির হওয়া বইছে সিংহ রায় পরিবারে। শত্রুদের সব চালকে বানচাল করে অবশেষে জয়ের মুকুট উঠেছে তাদের মাথায়। আর এই সব কিছুর কৃতিত্ব খড়ির। আর তাই এখন সকলেই খড়ির (Khori) নামে জয়গান করছে। এমনকি এই জয়ের হাত ধরেই ফিরছে সিংহ রায় পরিবারের ব্যবসার হাল। ধীরে ধীরে কাটছে দুশ্চিন্তার কালো মেঘ।

তবে, শুধু খড়ি নয় এই জয়ের হাত ধরেই দ্যুতির জীবনও বইছে অন্য খাতে। রাহুল তাকে যেভাবে অপমান করেছিল তাতে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু খড়ির হাত ধীরেই সে আবারও ফিরেছে মঞ্চে। এখন সে রায় জুয়েলার্সের অন্যতম মুখ হয়ে উঠেছে। এগোচ্ছে তার স্বপ্নের পথে। তার ঝুলিতে এখন একের পর এক কাজ। আর সেই দেখে রাহুল তো পুরো অবাক। স্ত্রীর সঙ্গে এখন সে ভেঙ্গে যাওয়া সম্পর্ক জুড়তে চাইছে।

কিন্তু ওই যে কথায় বলে না ন্যাড়া একবারই বেল তলায় যায়। আর এখানেও তেমনটাই হয়েছে। দ্যুতি কোনভাবেই রাহুলকে সুযোগ দিতে চায় না। আর তারপরই দ্যুতির শ্যুটে এসে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় রাহুল। যদিও তাতে কোনো কাজই হয়না। ওদিকে খড়িও সকলের সামনে অয়নাকে (Ayna) কাঠগোড়ায় তোলে। তার ধারনা এবাড়িতে থেকে অয়নাই সমস্ত খবর দিনের পর দিন তার বাবাকে দিত।

যদিও সত্যিটা কোনোভাবেই স্বীকার করেনা অয়না। একের পর এক যুক্তি সাজিয়ে নিজেকে নির্দোষ প্রমান করে। আর তারপরই চালে আসল চাল। শর্ত দেয় এক সপ্তাহের মধ্যে তার এবং কুণালের বিয়ে দিতে হবে। আর তবেই সে সিংহ রায় পরিবারের আসল শত্রু অর্থাৎ রাহুল-কিয়ারাকে সামনে আনবে। তবে এখানেই কিন্তু শত্রুর শেষ নয়। বহুবছর আগে কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাওয়া সেই ভয়ংকর অপরাধী ‛ডি’ ফিরে আসে।

আর এবারে তার ফিরে আসা সিংহ রায় পরিবারের ক্ষতিসাধন করার জন্য। আর তাকে ধরতেই বনি সাহায্য করে পুলিশকে। এবার দেখার পালা রাহুল-কিয়ারার (Rahul-Kiyara) মুখোশ কি আদেও সামনে আসবে? এমনকি অবশেষে কি ধরা পড়বে ‛ডি’? সবমিলিয়ে এখন টানটান উত্তেজনা গাঁটছড়ার য়।