Entertainment

ফের হবে বেঙ্গল টপার! টিআরপি ফেরাতে সিংহ রায় জুয়েলার্সের মডেল হয়ে নজর কাড়লো খড়ি, খুশি দর্শকরা

Advertisement
Advertisements

টিআরপি ফেরাতে পুরোনো ট্র্যাকে ফিরলো গাঁটছড়া (Gantchhora)! পর্ব দেখে উচ্ছাসিত অনুরাগীরা। ২০২১ সালের ডিসেম্বর মাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল ‘গাঁটছড়া’। আর সেই সূত্র ধরে প্রায় ১.৫ বছর ধরে টিভির পর্দায় রাজত্ব করে আসছে এই সিরিয়াল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) ও অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)।

ফের হবে বেঙ্গল টপার! টিআরপি ফেরাতে সিংহ রায় জুয়েলার্সের মডেল হয়ে নজর কাড়লো খড়ি, খুশি দর্শকরা

এছাড়াও রয়েছেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) ও রিয়াজ লস্কর (Riaz Laskar)। অল্প সময়ের মধ্যেই দর্শকের বেশ কাছের হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। বর্তমানে স্টার জলসার পর্দায় চলা অন্যতম পুরোনো তথা চর্চিত একটি ধারাবাহিক হল ‛গাঁটছড়া’। প্রথম দিন থেকেই এই সিরিয়াল ছিল দর্শকদের পছন্দের।

ফের হবে বেঙ্গল টপার! টিআরপি ফেরাতে সিংহ রায় জুয়েলার্সের মডেল হয়ে নজর কাড়লো খড়ি, খুশি দর্শকরা

আর সেই কারণে বহুদিন টিআরপি তালিকায় প্রথম স্থানেও জায়গা করে নিয়েছিল। যদিও বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। যার কারণে টিআরপি তালিকায় নীচের দিকে জায়গা পায় এই সিরিয়াল। যদিও একাংশ জনতা খড়ি-ঋদ্ধির (Khori-Riddhi) রোম্যান্স দেখার জন্য আজও মুখিয়ে থাকেন সিরিয়ালের দিকে। তবে, চলতি সময়ে টিআরপি (TRP) ফেরাতে ফের একবার আগের ট্র্যাকে ধরা দিল গাঁটছড়া।

ফের হবে বেঙ্গল টপার! টিআরপি ফেরাতে সিংহ রায় জুয়েলার্সের মডেল হয়ে নজর কাড়লো খড়ি, খুশি দর্শকরা

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে, ইতিমধ্যেই খড়ির (Khori) সামনে মৈনাকের (Mainak) সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। আর তারপরই সে সিদ্ধান্ত নেয় সিংহরায় জুয়েলার্সের হয়ে সে মডেল হবে। খড়ির যেমন কথা তেমন কাজ। এরপরই সিংহরায়ের গয়না পরে মা দুর্গার সাজে সেজে সকলের সামনে হাজির হয় খড়ি। শুধু তাই নয় এদিন সিংহরায় পরিবারের মহিলারাও অংশ নেন এই প্রতিযোগিতায়। এমন একটি পর্ব দেখে বেশ খুশি ভক্তরা। এবার শুধু দেখার পালা পুরোনো ট্র্যাকের হাত ধরে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারে নাকি ‛গাঁটছড়া’ (Gantchhora)।