×
EntertainmentVideoViral Video

প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হল খড়িকে, ‘গাঁটছড়া’র নতুন মোড় দেখে মন খারাপ দর্শকদের

সিংহ রায়দের প্রতারণার অভিযোগে গ্রেফতার খড়ি (Khori)! বিপদে বোনের পাশে দাঁড়ায় দ্যুতি (Dyuti)। এই মুহূর্তে বেঙ্গল টপার ধারাবাহিক ‛গাঁটছড়া’ (Gantchhora)। আর তাই মান বজায় রাখতে একেরপর এক টুইস্ট আনছে নির্মাতারা। বর্তমানে সিংহ রায় পরিবারে আছড়ে পড়ছে নতুন ঝড়। প্রতারণার অভিযোগ গ্রেফতার হতে হয়েছে খড়িকে। আর অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে হাজতবাস হতে পারে খড়ির।

প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হল খড়িকে, ‘গাঁটছড়া'র নতুন মোড় দেখে মন খারাপ দর্শকদের -

কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ উঠলো তাই ভাবছেন নিশ্চই? খড়ি নাকি টাকার বিনিময়ে সিংহ রায়দের গোপন তথ্য দত্তদের হাতে তুলে দিয়েছে। এমনকি চুক্তি করে নাকি ঋদ্ধিদের ঠকিয়েছে। আর সেই কারণেই তাকে গ্রেফতার করছে পুলিশ। আর এই সমস্যার আগুনে ঘি ঢালছে রাহুল। এই সময় খড়ির পাশে দাঁড়ায় দ্যুতি। চেষ্টা করে রাহুলের মুখোশ খুলে দিতে। কিন্তু সে ব্যর্থ হয়।

প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হল খড়িকে, ‘গাঁটছড়া'র নতুন মোড় দেখে মন খারাপ দর্শকদের -

ওদিকে স্ত্রীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে ঋদ্ধি। সে জানে সবটাই মিথ্যে। কিন্তু প্রমান কোথায়? পরিবারের এই বিপদের দিনে মধুজা অয়নার কাছে যায়। কিন্তু কোনোভাবেই সে সাহায্য করে না। স্পষ্ট জানিয়ে দেয় খড়িকে বাঁচানোর জন্য সে কোনোভাবেই তার বাবার কাছে মামলা তুলে নেওয়ার অনুরোধ জানাবে না। আর সেই সময় বনির কথা মনে পড়ে মধুজার।

এমনকি মনে মনে নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য আফসোস করতে থাকে। ওদিকে গ্রেফতার করে খড়িকে থানায় নিয়ে যাওয়া হয়। স্ত্রী পিছন পিছন ঋদ্ধি গিয়েও হাজির হয় থানায়। কিন্তু তাতে লাভ কি? প্রমান ছাড়া তো কিছুই সম্ভব নয়। তবে, আত্মবিশ্বাসী খড়ি জানায় সে অয়নার মুখ থেকেই সব সত্যিটা বার করবে। কিন্তু কিভাবে? তাহলে কি আগামী পর্ব গুলিতে আরও বড়সড় কোন চমক আসতে চলেছে ‛গাঁটছড়া’র পর্বগুলিতে? সেটারই অপেক্ষায় দর্শকরা।