প্রতারনার অভিযোগে গ্রেফতার খড়ি, সবাই ভুল বুঝলেও স্ত্রীর পাশে দাঁড়ালো ঋদ্ধি! জমে উঠেছে ‘গাঁটছড়া’

বিপদের দিনে খড়ির পাশে ঋদ্ধি (Riddhi)। দাদুর কাছ থেকে যে শিক্ষা সে পেয়ে এসেছে আজ তা অক্ষরে অক্ষরে পালন করার পালা। আর কেউ না থাকুক বিপদে স্ত্রীর পাশে থাকা তার কর্তব্য। সাফ কথা ঋদ্ধির। এই মুহূর্তে ‛গাঁটছড়া’ (Gantchhora) তে চলছে টানটান পর্ব। সিংহ রায় পরিবারে আছড়ে পড়েছে নতুন ঝড়। প্রতারণার অভিযোগ গ্রেফতার হতে হয়েছে খড়িকে (Khori)। আর অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে হাজতবাস একেবারে নিশ্চিত।
View this post on Instagram
যদিও একথা মানতে নারাজ দ্যুতি। ঋদ্ধির তো সাফ বলেই দিয়েছে যে কিনা নিজের কথা না ভেবে আমাদের পাশে দাঁড়িয়েছে সে আমাদের ঠকাবে এটা হতে পারে না। এমনকি ঠাম্মিরও বক্তব্য স্বয়ং ঈশ্বর এসে বললেও সে বিশ্বাস করবে না যে খড়ি বেইমান। শুধু পরিবারই নয় বিপদের দিনে খড়ির পাশে এসে দাঁড়িয়েছে দ্যুতিও। সেও তার বোনের হয়ে জানাচ্ছে তার বোন কখনও মিথ্যে বলে না।
View this post on Instagram
তবে, প্রমান বলছে খড়ি নাকি টাকার বিনিময়ে সিংহ রায়দের গোপন তথ্য দত্তদের হাতে তুলে দিয়েছে। এমনকি চুক্তি করে নাকি ঋদ্ধিদের ঠকিয়েছে। আর সেই কারণেই তাকে গ্রেফতার করছে পুলিশ। আর এই সমস্যার আগুনে ঘি ঢালছে রাহুল (Rahul)। ওদিকে স্ত্রীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে ঋদ্ধি। সে জানে সবটাই মিথ্যে। কিন্তু প্রমান কোথায়? আর তাই প্রমাণের অভাবে পুলিশ স্টেশন অবধি যেতে হয় খড়িকে। স্ত্রীকে একেবারেই একা ছাড়ে না ঋদ্ধি। সেও বউয়ের পিছু পিছু থানায় গিয়ে পৌঁছায়।
View this post on Instagram
কিন্তু আদেও খড়ি জামিন পাবে কিনা সেই নিয়ে বেশ চিন্তায় রয়েছে ল-ইয়ার। কেননা দত্তরা কেসটা বেশ শক্তপোক্ত করে সাজিয়েছে। আর সব প্রমাণই খড়ির বিপরীতে। ওদিকে খড়ির কথা যেভাবেই হোক তাকে কুনাল ও অয়নার বিয়ের আটকাতে হবেই। একবার বিয়ে হয়ে গেলে সবকিছুই হাতের বাইরে চলে যাবে। কিন্তু প্রমান কোথায়? খড়িকে নির্দোষ প্রমান করতে হলে প্রমাণ দরকার। আর তখনই খড়ি জানায় অয়নার মুখ থেকেই সব সত্যি কথা স্বীকার করাতে হবে। অয়নার উপর ভরসা করেই রাহুল ও কিয়ারা (Rahul-Kiyara) এতবড় খেলা সাজিয়েছে। এবার সেই কিয়ারাই ওদের বাজিমাত করবে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কিভাবে ফাঁস হয় রাহুল ও কিয়ারার মুখোশ।