ভোজপুরি কুইন মহিমা সিংকে কাছে পেয়ে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

‛Nam Ke Bhatar’ গানে বিছানার উপর চরম রোম্যান্সে মাতলেন খেসারি লাল যাদব ও মহিমা সিং (Mahima Singh)। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। তার যেকোনো গানই সোশ্যাল মিডিয়ায় আলাদা রকমের ক্রেজ তৈরি করে। আর তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা, হিন্দি গান যতটা জনপ্রিয় হয়ে উঠেছে চারিদিকে তেমনই এই ভোজপুরী গান গুলিও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
আজকালকার দিনে পুরোনো ভোজপুরী গান নতুন করে ভাইরাল (Viral) হচ্ছে নেটমাধ্যমে। আর তাতে এমন কিছু কিছু দৃশ্য উঠে আসছে যা দেখে ভক্তদের মনে চড়ছে উষ্ণতার পারদ। সম্প্রতি তেমনই ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও অভিনেত্রী মহিমার (Mahima Singh) একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা দেখে রীতিমতোন ঘাম ঝরছে সকলের। ভিডিওতে (Video) দুজনকে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে।
ভাইরাল (Viral) ওই ভিডিওর (Video) শুরুতেই দেখা গিয়েছে যে, ফাঁকা ঘরে বিছানার উপর ঘুমিয়ে রয়েছে দুজন। মহিমার (Mahima Singh) পরণে রয়েছে লাল রঙের নাইট ড্রেস। এরপর নিমেষেই মহিমাকে হট প্যান্ট ও টপে দেখা গিয়েছে। আর খেসারি লাল যাদবের পরণে রয়েছে টি-শার্ট ও প্যান্ট। কখনও ঘরের মধ্যে আবার কখনও সুইমিং পুলের মধ্যে তাদের চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে।
‛Meri Tune Rajasthani’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ১ বছর আগের পুরোনো এই ভিডিওটি ইতিমধ্যেই ১২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৯৩ হাজার মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল খেসারি ও মহিমার (Khesari-Mahima) রোম্যান্টিক নাচের ভিডিও (Video)।