EntertainmentVideoViral Video

Bhojpuri Song: আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Advertisement

Bhojpuri Dance Video ভোজপুরি ইন্ডাস্ট্রি নিয়ে কথা হবে আর সেখানকার হিট জুটি খেসারি ও আম্রপালি দুবে থাকবে না তা কি হয়। অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) ভোজপুরি ইন্ডাস্ট্রির অনস্ক্রিন বিখ্যাত জুড়ি। আসলে তাদের দুজনকে একসাথে রিল নয় রিয়াল লাইফ জুড়িও মনে করেন তাদের অনুরাগীরা। তাদের দুজনকে নিয়ে নেটিজেনদের মধ্যে উত্তেজনা নেহাত কম নেই। সেই কারনেই মাঝে মধ্যেই তাদের সিনেমার পুরোনো গান ভাইরাল হয়ে পরে। যেমন সম্প্রতি ‘Dulhin Ganga Par Ke’ সিনেমার একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে।

গানটির নাম ‘Marad Abhi Baccha Ba’। গানটি খেসারি লাল যাদব ও গায়িকা প্রিয়াঙ্কা সিং গেয়েছেন। গানের শুরুতেই খেসারি ও আম্রপালির জবরদস্ত রসালো নাচ মন গোলাবে। ভরা সমাজের মাঝে যেখানে আশেপাশে প্রচুর মানুষ সেখানেই এমন উদ্দাম যৌবন নৃত্য যা দেখে আম্রপালির প্রেমে পড়তে বাধ্য সবাই। সাথেই নায়িকার পরনে লাল রঙের লেহেঙ্গা চোলি। যার ফলে আম্রপালির পেট-নাভি ও ফিগার সম্পূর্ণ স্পষ্ট। সাথেই তার এমন উষ্ণতা পূর্ণ নাচ অনায়েসেই ঘাম ঝরাবে নেটিজেনদের।

৩ বছর আগে ‘Yashi Films Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৩.৯ কোটি মানুষ দেখে নিয়েছেন এই উদ্দাম নাচের ভিডিও। হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। তবে বলাই বাহুল্য আম্রপালি যে তার যৌবনের সাহায্য ও কামুক চাহুনিতে সম্পূর্ণ দর্শককে কাবু করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।