বিছানায় অক্ষরার সাথে ঘনিষ্ঠ রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Bhojpuri Romance Video: অক্ষরার (Akshara Singh) সঙ্গে চরম রোম্যান্সে মাতলেন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার দিনে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও।
আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই অক্ষরা সিং (Akshara Singh) ও খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) চরম রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেন খেসারি লাল যাদব। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর ওদিকে অক্ষরা সিং হলেন ভোজপুরী হট একজন অভিনেত্রী।
আর এই ভোজপুরী মিউজিক ভিডিওগুলি মাঝেমধ্যে ইউটিউবে ব্যাপক পরিমানে ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, ভোজপুরী গান ‛আগ লাগা না রাজা’ গানে রোম্যান্সে মেতেছে অক্ষরা (Akshara Singh) ও খেসারি (Khesari Lal Yadav)। তাদের মাখোমাখ রোম্যান্স দেখে সকলের চোখ একেবারে চড়ক গাছ। ভিডিওতে দুজনকে স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাচ্ছে। যারা কিনা রাতের বেলায় চরম রোম্যান্সে মেতেছেন।
মুহূর্তের মধ্যেই তাদের কেমিস্ট্রি মনজয় করে ফেলেছে সকলের। বিছানার মধ্যেই তারা যেন একে অপরের সঙ্গে মিশে গিয়েছেন। ‛Aaryaa Digital’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ৩ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি ২ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি বহু মানুষ প্রশংসার বন্যায় ভরিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।