×
EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে সেক্সিয়েস্ট কাজলের সঙ্গে ভরপুর রোমান্স খেসারির, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

Bhojpuri Dance Video: বর্তমানে খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। তার সিনেমার সাথেই হট ও রোমান্টিক দৃশ্যর গানগুলি দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি ভোজপুরি ‘কুলি নম্বর ১ (Coolie No .1) সিনেমার গান ভাইরাল হয়ে উঠেছে। এই সিনেমায় খেসারির সাথে জুটি বেঁধে ছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani)। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক নাচের মধ্যে এবার দেখা গেল।

গানের নাম ‘এ বালামজি মুয়া দেবা কা’। ভিডিওর শুরুতেই খেসারি হট কাজলকে দেখে উত্তেজিত হয়ে গেলেন। একই খাটের মধ্যে শুরু করলেন ভালোবাসার রাসলীলা। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন তাকে। ভিডিও দেখে তাদের বোঝা যাচ্ছে হয়তো স্বামী-স্ত্রী তারা। আর এইভাবেই খেসারিকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলানো যা অনায়েসেই ঘাম ঝরায়। একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন।

‘Worldwide Records Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৬৫ লাখ মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই ৪৬ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো মানুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন খেসারি নিজে ও গায়িকা পূজা ঘোষ। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।