EntertainmentVideoViral Video
হটেস্ট যামিনীর শরীরী মোচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারির, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

‛Lalka T-Shirtwa‘ গানে যামিনীর সঙ্গে চরম রোম্যান্সে মাতলেন খেসারি লাল যাদব। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। খেসারি হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি যতবারই স্ক্রিনে আসেন ততবারই নজর কাড়েন দর্শকদের। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
বরাবরই যেকোনো নায়িকাকে নিয়েই তার স্ক্রিনে এন্ট্রি আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি তেমনই একবার খেসারি ও যামিনীর ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
- Song: Lalka T-Shirtwa
- Cast: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), যামিনী সিং (Yamini Singh)।
- Singer: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), শিল্পী রাজ (Shilpi Raj)।
- Story: ভিডিওতে খেসারিকে যামিনীর সঙ্গে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। গোটা ভিডিওর মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, খেসারি যামিনীর সঙ্গে মশকরা করছে। যামিনীর পরণে কখনও রয়েছে শাড়ি আবার কখনও ওয়েস্টার্ন ড্রেস। আর ওদিকে খেসারির পরণে রয়েছে জিন্স ও টি-শার্ট আবার কখনও তাকে শার্টেও দেখা যাচ্ছ। রোম্যান্সের পাশাপাশি তাদের ভরপুর নাচও মনে ধরেছে নেটিজেনদের।
- Youtube Channel: Annapurna Films Hit নামের একটি ইউটিউব চ্যানেল থেকে কয়েকমাস আগে ভিডিওটি প্রকাশ্যে এসেছে।
- Views: ৩ মাস আগে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যেই ২.৭ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৫ হাজার মানুষ। এমনকি অনেকে আবার কমেন্টও করেছেন।