Bhojpuri Video : হটেস্ট যামিনীর লাস্যময়ী লুকে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক খেসারি লাল যাদব। হিরোদের মাঝেই এই মানুষটি যেন এক উজ্জ্বল নক্ষত্র। আপনাদের জানিয়ে রাখি খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)- বর্তমানে ভোজপুরী ইন্ডাস্ট্রির শুধুমাত্র একজন অভিনেতা নন। গায়ক, প্রযোজক, নৃত্য শিল্পী এসব কিছুতেই সমান তালে নিজেকে প্রমান করেছেন। সেই কারণেই সোশ্যাল মিডিয়া খুললেই তাঁকে দেখা যায় বারংবার। প্রতিদিন তার সিনেমার কোনো সিন্ কিংবা গান হিট হয়। এবার আবারো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন তার জবরদস্ত ভাইরাল একটি মিউজিক ভিডিওর গান।
Album Song : গরম গোদাম (Garam Godam)
Singers : খেসারি লাল যাদব, নেহা রাজ (Neha Raj)
Cast : খেসারি লাল যাদব, যামিনি সিং (Yamini Singh)
Song Story : প্রথমেই জানিয়ে রাখি ভিডিওটি খুবই হট। ভিডিওর শুরুতেই যামিনী নিজের শরীর ভিজিয়ে তুলেছে। সাদা শাড়ির মধ্যে দিয়েই শরীরের প্রতিটি খাঁজ বোঝা যাচ্ছিলো। ব্যাস তারপরেই খেসারি ব্যস্ত তার সুন্দরী নায়িকাকে নিয়ে যৌবনের চরম খেলায় মেতে উঠতে। দুজনকেই দেখা গেছে বেশ কিছু হট সিনে। নাচে গানে এই ভিডিও এখন জমজমাট হিট। নায়িকা নিজেও শরীরের জেল্লা দেখিয়ে খেসারিকে উত্তেজিত করেছেন। কার্যত সাধারণ মানুষের দেখার জন্য খুবই ভালো করেছে এই ভিডিও।
Streaming Channel : ‘সারেগামাপা হুম ভোজপুরী’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ মাস আগে আপলোড করা হয় এই ভিডিও।
Views Count : এখনো পর্যন্ত ২,৮৩,০০,৮৮৩ জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট তো আছেই। তাই অবশ্যই এই ভিডিওটি দেখুন আর কেমন লাগলো প্রতিবেদনের নিচে জানাবেন।