Bhojpuri Video : হটেস্ট স্বপ্নার প্রেমের নেশায় মাতাল হয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও
আম্রপালি অথবা কাজল নয়, হটেস্ট স্বপ্না চৌহানের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

সময়ের সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি (Bhojpuri Industry)। এই ইন্ডাস্ট্রির সিনেমার গানগুলি রীতিমতো ঝড় তোলে সামাজিক মাধ্যমে। আর যদি নায়ক হন খেসারি লাল যাদব তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি এই অভিনেতাকে ফের একবার দেখা গেল হট অবতারের। রোমান্সে মাতলেন অভিনেত্রী স্বপ্নার সঙ্গে।
ভোজপুরি সিনে জগতে দর্শকদের মন কেড়েছেন খেসারি লাল যাদব। সামাজিক মাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা মোটেই কম নয়। বলা ভালো, প্রিয় অভিনেতাকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। আর এবার অনুরাগী মহলে উত্তেজনা বাড়িয়ে দিল খেসারি লাল যাদব এবং স্বপ্না চৌহানের একটি জনপ্রিয় গান। গানটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।
Song : Sent Ke Sisi
Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), স্বপ্না চৌহান (Sapna Chauhan)
Singer : Khesari Lal Yadav & Shilpi Raj
Story : ভিডিওর শুরুতেই খেসারিকে দেখে প্রেম নিবেদন করেন অভিনেত্রী স্বপ্না। এরপরই শুরু হয় প্রেমের খেলা। গানের পড়তে পড়তে দেখানো হয়েছে রোমান্টিক দৃশ্য। অভিনেত্রীর রূপ এবং সেক্সি ফিগার দেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখতেই পারলেন না অভিনেতা। সম্পূর্ণ গানে শাড়ি পরেই ধরা দিলেন নায়িকা অন্যদিকে খেসারি লালকে দেখা গেল শার্ট-প্যান্ট পরে।
YouTube Channel : Khesari Music World নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও।
Views : 2 মাস আগের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 3.4 কোটি মানুষ। গানটি পছন্দ করেছেন 4.5 লাখ মানুষ।
সবশেষে বলাই যায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে খেসারি লাল যাদব এবং স্বপ্না চৌহানের এই গানের ভিডিও।