EntertainmentVideoViral Video
Bhojpuri Video : বন্ধ ঘরে বিছানার উপর হটেস্ট স্বপ্নার সাথে ঘনিষ্ট মুহূর্তে খেসারি, ব্যাপক ভাইরাল ভিডিও

‛Kamar‘ গানে বন্ধ ঘরে বিছানার উপর স্বপ্না চৌহান-এর সঙ্গে চরম রোম্যান্সে মাতলেন খেসারি লাল যাদব। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। খেসারি হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি যতবারই স্ক্রিনে আসেন ততবারই নজর কাড়েন দর্শকদের। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
বরাবরই যেকোনো নায়িকাকে নিয়েই তার স্ক্রিনে এন্ট্রি আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি তেমনই একবার খেসারি ও স্বপ্না চৌহান-এর ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের ।
- Album : Kamar
- Song : Kamar
- Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), স্বপ্না চৌহান (Sapna Chauhan)।
- Singer : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), নেহা রাজ (Neha Raj)
- Story : ভিডিওতে খেসারিকে স্বপ্নার সঙ্গে বিছানার উপর চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। গোটা ভিডিওতে খেসারিকে স্বপ্নার সঙ্গে চরম ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ঠিক যেন প্রেমের জোয়ারে ভেসে যাওয়া দুই প্রেমিক যুগল ফাঁকা ঘরে একে অপরের যৌনতা মেটানোর ইচ্ছায় তীব্র তৎপর হয়েছে।
রোম্যান্সের পাশাপাশি ঘরের মধ্যে তাদের ভরপুর নাচতেও দেখা গিয়েছে। আর যা মনে ধরেছে নেটিজেনদের।
- Youtube Channel : Khoka Music নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে।
- Views : ৬ মাস আগে শেয়ার করা এই ভিডিওটি এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৮ হাজার মানুষ। এমনকি অনেকে আবার কমেন্টও করেছেন।