EntertainmentVideoViral Video

হটেস্ট স্বপ্নার সাথে বিছানার উপর উদ্দাম রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) রোমান্স করতে বেজায় ব্যস্ত। তিনি প্রেমে পড়েছেন যা না দেখলে বিশ্বাস করা যাবে না। তবে আবার কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেতা? যদিও পুরোটাই রিলের গল্প। ভোজপুরি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললে খেসারি লাল যাদবের নাম উঠে আসবেই। ব্যক্তিগত জীবনেও তাঁর রং কিন্তু কম নেই। একের পর এক প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবারে নিজের যৌবনের রং ভাগ করেছেন অভিনেত্রী স্বপ্না চৌহানের (Sapna Chauhan) -র সাথে। সম্প্রতি তাদের একটি ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই জুটিকে কার্যত অন ক্যামেরায় একসাথে লিপ্ত হতে।

Song Name: কোমর (Kamar)

Album: কোমর (Kamar)

Singers: খেসারি লাল যাদব ও নেহা রাজ।

Song Story: শুরুতেই একটি ছোট খাটের মধ্যে খেসারি ও স্বপ্না চৌহান উপস্থিত হলেন। দুজনের এমন রোমান্স যার ফলে খাট থেকে পরে গেছেন নায়িকা। নায়িকার কোমরে লাগলেও কোনো কমতি নেই রোমান্স করতে। দুর্দান্ত ভাবে এই গানকে ফুটিয়ে তোলা হয়েছে দর্শকদের সামনে।

Streaming Channel: ওয়েভ মিউজিক (Wave Music) নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Views: মাত্র চার মাসের মধ্যে ২.৪ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে দুর্দান্ত এই ভিডিওতে।

আপনার কেমন লাগছে মন মাতানো এই ভোজপুরি গানটি। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।