Advertisement
EntertainmentVideoViral Video

ঘরের ভিতর সাহার আফশার সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভোজপুরি ভিডিও

Advertisement
Advertisements

ভোজপুরি সুপার স্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) -কে কমবেশি সবাই চেনেন। তাঁর অভিনয় সর্বদা মন ছুঁয়ে যায় সাধারণ মানুষের। ভোজপুরি ইন্ডাস্ট্রি শুধু নয় তাঁকে দেখা গিয়েছিলো হিন্দি বিগ বসের ঘরে। যার ফলে সম্পূর্ণ দেশে তাঁর নাম ছড়িয়ে পরে। তাঁকে সারা ভারতের মানুষ পছন্দ করেন। খেসারির সাথে অন স্ক্রিন কেমিস্ট্রি হিসাবে কোন নায়িকাকে পছন্দ আপনার? নিশ্চয়ই উত্তর হবে সাহার আফশা (Sahar Afsha)। হটবম্ব অভিনেত্রী অনেক সিনেমায় একসাথে খেসারির সাথে কাজ করেছেন। তবে এবার কার্যত সামনে আসলো দুজনের চরম এক রোমান্টিক ও দুর্দান্ত রসে ভরা দৃশ্য।

ঘরের ভিতর সাহার আফশার সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভোজপুরি ভিডিও

Advertisements

চরি চরি চুপকে চুপকে‘ সিনেমার ‘উপাসে রাহিন কা‘ গানে রোমান্স করেছেন একসাথে। এই সিনেমার হট ও রোমান্টিক দৃশ্যর গানটি দর্শকদের ব্যাপক পছন্দের। বন্ধ ঘরে খাটের মধ্যে এমন রোমান্স এর আগে দেখা যায়নি। ভিডিওর শুরুতেই সাহার নিজের শরীর বিছানায় বিছিয়ে দিয়েছে। ছোট পোশাকের ফলে তাঁর শরীরের বেশিরভাগ অংশ স্পষ্ট। খেসারিকে দেখা গেল তার উপরে ঝাঁপিয়ে পড়তে।

Advertisements

ঘরের ভিতর সাহার আফশার সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভোজপুরি ভিডিও

এক খাটে শুয়ে কার্যত সেই ঘাম ঝরানোর কাজে লিপ্ত হয়েছেন দুজনে। নায়িকা নিজে খেসারিকে উত্তেজিত করলেন। তার পাতলা কোমরের ঝটকায় খেসারি গরম হয়ে উঠলেন ব্যাপকভাবে। একই ঘরের মধ্যে শুরু করলেন ভালোবাসার রাসলীলা। কার্যত দুজনের দুস্টুমিতে খাট ভেঙেছে কিনা তা বলা সম্ভব নয়। কিন্তু সাহার আফশার এমন শরীর দেখে কার্যত সবাই হয়ে উঠেছে ঘামে ভেজা। সাহার শরীরের পোশাক খুব অল্প হবার কারণে পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে ভিডিওতে।

Enterr10 Rangeela‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৬৬ লক্ষ মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। এমন রোমান্স এর আগে কার্যত দেখা যায়নি। সবাই সাহার প্রশংসায় ডুবেছেন। দুর্দান্ত এই গানটি গেয়েছেন খেসারি লাল নিজে ও প্রিয়াঙ্কা সিং।