EntertainmentVideoViral Video

রানীর হটনেস দেখে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

‛Bhijata Pasina Se’ গানে বিছানার উপর চরম রোম্যান্সে মেতেছেন খেসারি লাল যাদব ও রানী (Rani)। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। তার যেকোনো গানই সোশ্যাল মিডিয়ায় আলাদা রকমের ক্রেজ তৈরি করে। আর তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা, হিন্দি গান যতটা জনপ্রিয় হয়ে উঠেছে চারিদিকে তেমনই এই ভোজপুরী গান গুলিও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

বহু পুরোনো ভোজপুরী গান নতুন করে ভাইরাল (Viral) হচ্ছে নেটমাধ্যমে। আর তাতে এমন কিছু কিছু দৃশ্য উঠে আসছে যা দেখে ভক্তদের মনে চড়ছে উষ্ণতার পারদ। সম্প্রতি তেমনই ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও অভিনেত্রী রানীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা দেখে রীতিমতোন ঘাম ঝরছে সকলের। ভিডিওতে (Video) দুজনকে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে।

ভাইরাল (Viral) ওই ভিডিওর (Video) শুরুতেই দেখা গিয়েছে যে, ফাঁকা ঘরে সাজানো একটি বিছানার উপর ঘুমিয়ে রয়েছে রানী। তার পরণে রয়েছে কালো রঙের পেডিকোট ও কালো রঙের ব্লাউজ। মুখে যথাযথ মেকআপ। আর তারপরই সেই ঘরের দরজা খুলে ভেতরে আসে নায়ক অর্থাৎ খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। আর তারপরই তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হন। এরপর আবার হট প্যান্ট ও ব্রালেট টপে ধরা দেন রানী।

আর ওদিকে খেসারির পরণে রয়েছে কালো রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট। রোম্যান্সের সঙ্গেই তাদের নাচতে দেখা যায়। তবে, এখানেই শেষ নয় কিন্তু শেষের দিকে রানীকে সিলভার রঙের শর্ট ওয়ানপিসে দেখা যায়। ‛Zee Music Bhojpuri‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ১ বছর আগের পুরোনো এই ভিডিওটি ইতিমধ্যেই ৭.৯ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১ লক্ষেরও বেশি মানুষ। অনেকেই আবার কমেন্টও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল খেসারি ও রানীর (Khesari Lal Yadav-Rani) এই নাচের ভিডিও (Video)।