Bhojpuri Video : রানীর লাস্যময়ী শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও
Khesari-Rani Romance : হটবম্ব রানীর সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, দেখুন ভিডিও

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির (Bhojpuri Industry)। এমন অনেকেই আছেন যারা এই ইন্ডাস্ট্রির গান এবং ছবিগুলি দেখতে ভীষণ পছন্দ করেন। আর তারপর যদি ছবির নায়ক হন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) তাহলে তো আর কথাই নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাই নিত্যদিন ভাইরাল হচ্ছে এই অভিনেতার অভিনীত সিনেমার দৃশ্য কিংবা গানের ভিডিও। সম্প্রতিও ঘটল তেমনই এক ঘটনা। রানী চ্যাটার্জির (Rani Chatterjee) সঙ্গে জুটি বেঁধে হাজির খেসারি লাল যাদব। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই ভিডিও।
নিজেকে কেবলমাত্র অভিনয় এর গণ্ডিতে বেঁধে রাখেননি ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা খেসারি লাল যাদব। ইতিমধ্যেই সঙ্গীতশিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় রোম্যান্টিক এই হিরো। মাঝেমধ্যে ভক্তদের উদ্দেশ্যে নানান ছবি কিংবা ভিডিও তুলে ধরেন তিনি। আর মুহূর্তের মধ্যেই তা হয়ে যায় ভাইরাল। তার অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয় তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই।
- Movie: Jaanam
- Song: Paatar Paatar Piyawa Ke
- Cast: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), রানী চ্যাটার্জি (Rani Chatterjee)
- Singer: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), কল্পনা (Kalpana)
আরও পড়ুন : 8-ইঞ্চির টাচস্ক্রিনের সাথে পাবেন 23 কিমির মাইলেজ! 51,000 দিয়ে ঘরে আনুন এই ধাসু গাড়ি
- Story: গানের শুরুতেই অভিনেতার উদ্দেশ্যে প্রেম নিবেদন করেছেন নায়িকা। এরপরেই শুরু হয়েছে রোম্যান্সের খেলা। গানের প্রতিটি পরতে পরতে ফুটে উঠেছে রোম্যান্টিক দৃশ্য। এমনকি ক্যামেরা বন্দি হয়েছে দুই তারকার অসাধারণ নাচ। বলা ভালো, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে খেসারি লাল যাদব ও রানী চ্যাটার্জির এই ভিডিও।
- YouTube Channel: ‘WWR Hamar Bhojpuri’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরা হয়েছে এই ভিডিওটি।
- Views: 6 বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 9 কোটি 92 লাখ 1 হাজার 436 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 1.6 লাখ মানুষের।