EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বন্ধ ঘরে হটেস্ট রানীর শরীরী চাহুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে উষ্ণ রোমান্স খেসারির, ভাইরাল ভিডিও

Bhojpuri Video : সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে ভোজপুরি সিনেমা এবং ভোজপুরি গানের। বর্তমানে দর্শকদের মন কেড়ে নিচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। আসলে গানের সাথে তারকাদের অনস্ক্রিন রোমান্স রীতিমত নজর কাড়ছে সবারই। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদের রিল লাইফের রোমান্স সিনেমাতেও জীবন্ত হয়ে ফুটে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনই এক জুটি। সেই বিশেষ গান সম্পর্কে বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।

  • Movie : জানাম (Jaanam)
  • Song : মকা কা লাভ লা পাজা মেইন দাব লা (Mauka Ke Laabh La Pazza Mein Daab La)
  • Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), রানী চট্টোপাধ্যায় (Rani Chatterjee)
  • Singers : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), ইন্দু সোনালী (Indu Sonali)

  • Song Story : ভাইরাল হওয়া এই গানের নায়িকার সঙ্গে চূড়ান্ত রোমান্সে মেতে উঠলেন নায়ক। ওয়েস্টার্ন পোশাক পরে দেখা গেল অভিনেত্রীকে। ভিডিওতে খুনসুটি এবং প্রেমের ছোট ছোট সুন্দর মুহূর্ত চোখে পড়ার মতো। অভিনেত্রীর ভারী শরীরের ভাঁজ খুব সহজেই মন জিতে নেবে প্রতিটি মানুষের। বর্তমানে ভাইরাল বিভিন্ন ভোজপুরি গানের মধ্যে যে এই গান রোমান্সের দিক থেকে একেবারে অন্যতম তা বলাই যায়।

  • Youtube Channel : ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও।
  • Views : আজ থেকে প্রায় 7 বছর আগে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছিল এই ভিডিও। এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন 1.5 কোটি মানুষ।