Bhojpuri Video : সেক্সীয়েস্ট কাজলের লাস্যময়ী লুকে নিয়ন্ত্রণ হারিয়ে উষ্ণ রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রি যত দিন যাচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে। এই সিনেমা ইন্ডাস্ট্রি আগের থেকে আরও বেশি পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ভোজপুরী সিনেমা ও গান শুধুমাত্র ভোজপুরী ভাষা প্রেমী বা কথকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর জনপ্রিয়তা ছড়িয়েছে দেশের অন্যান্য ভাষার মানুষদের কাছেও। বর্তমানে অন্য রাজ্যের মানুষেরাও ভোজপুরী সিনেমা দেখে থাকেন।
জনপ্রিয়তার নিরিখে ভোজপুরী সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে ভোজপুরী গান ও গানের ভিডিওগুলো। আজকাল প্রায়শই বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে ভোজপুরী গান বাজতে দেখা যায়। মজা করে নাচার জন্য উচ্চস্বরের মিউজিক সম্পন্ন ভোজপুরী গানের তুলনা হয় না। আর এই কারণেই হয়তো বহু বিয়েবাড়িতে ভোজপুরী গান বাজতে শোনা যায়। অপরদিকে গানের ভিডিওতে থাকা যৌন আবেদনময়ী দৃশ্য অনেকের ভালো লাগায় তা ভাইরাল বিষয়ে পরিণত হতে দেখা যায়।
সম্প্রতি ভোজপুরী অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও কাজল রাঘবাণীর(Kajal Raghwani) একটি ভিডিও ভাইরাল হয়ে যেতে দেখা গেল। এই ভিডিওতে খেসারি ও কাজলকে একটি পুরোনো ধ্বংসপ্রাপ্ত হাওয়েলিতে প্রেমের দৃশ্যের অভিনয়ে মজে থাকতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘জওয়ানি কি জলওয়া’ (Jawani Ka Jalwa) গান। এই গানেতেই দুইজনকে মাখোমাখো প্রেমের দৃশ্যে মত্ত থাকতে দেখা যায়।
ভিডিওটিতে কাজলের পরণে কখনও দেখা যায় এমব্রয়ডারি করা সাদা ফ্রক চুড়িদার, কখনও দেখা যায় ইলেকট্রিক ব্লু রঙের নীল রঙের শাড়ি। ভিডিওর শেষের দিকে তাঁকে শর্ট লেন্থের ওয়ানপিস পরে থাকতেও দেখা যায়। কাজলের সঙ্গে পাল্লা দিয়ে খেসারিকেও পোশাক পরিবর্তন করতে দেখা যায়। প্রত্যেকবারই খেসারিকে কাজলের সঙ্গে ম্যাচিং পোশাক পরিহিত অবস্থায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।
কাজলের আবেদনময়ী অঙ্গিভঙ্গি বহু দর্শকেরই ঘুম উড়িয়ে দিয়েছে। উষ্ণতায় ভরা এই ভিডিও অনেকেরই পছন্দ হয়েছে। এই ভিডিওটি আপলোড করা হয়েছে ‘খেসারি মুভিজ ও মিউজিক্স’ (Khesari Movies and Music) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটির ভিউজের সংখ্যা ৩৪ লক্ষ পেরিয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৭ হাজার অতিক্রম করে গেছে।