EntertainmentVideoViral Video

ঝড় উঠেছে কাজলের ভেজা শরীরে, নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারির, ভাইরাল ভিডিও

অক্ষরা সিং অথবা আম্রপালি দুবে নয়, হটেস্ট কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

ফের একবার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও কাজলের (Kajal Raghwani) রোম্যান্স-এ ঘুম উড়লো নেটিজেনদের। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বলা চলে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকেও।

আর তাইতো এখন এই ইন্ডাস্ট্রিও বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। আজকালকার যুগে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই কাজল রাঘবানী (Kajal Raghwani) ও খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)-এর চরম রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে।

  • Film: Intaqam
  • Song: Chhatari Jaldi Lagawa
  • Singer: Khesari Lal, Indu Sonali
  • Cast: খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), কাজল রাঘবানী (Kajal Raghwani)
  • Story: ভিডিওর শুরুতেই খেসারি লাল যাদব ও কাজলকে বৃষ্টির মধ্যেই চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। পাশাপাশি তাদের নাচতেও দেখা গিয়েছে। ভিডিওতে কাজলের পরণে রয়েছে শাড়ি। আর ওদিকে খেসারির পরণে রয়েছে কখনও শার্ট ও প্যান্ট। দুজনের উষ্ণতায় ভরা মাখমাখো দৃশ্য ব্যাপক উপভোগ করছেন ভক্তরা।
  • Youtube Channel: Wave Music Bhojpuri নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: ৬ বছর আগে শেয়ার করা এই ভিডিও এখনও পর্যন্ত ৪৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ১ লক্ষ মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল খেসারি (Khesari Lal Yadav) ও কাজলের (Kajol) এই রোম্যান্টিক ভিডিও।