EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে হটবম্ব কাজল রাঘবাণীর সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বর্তমানে খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) একজন ভোজপুরি সুপার স্টার। তাঁর অভিনয় সর্বদা মন ছুঁয়ে যায় সাধারণ মানুষের। ভোজপুরি ইন্ডাস্ট্রি শুধু নয় তাঁকে সারা ভারতের মানুষ পছন্দ করেন। খেসারির সাথেই অন স্ক্রিন কেমিস্ট্রি বেশি দেখা যায় হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani) -কে। অনেক সিনেমায় তারা একসাথে কাজ করেছেন। তবে এবার কার্যত সামনে আসলো দুজনের চরম এক রোমান্টিক ও দুর্দান্ত রসে ভরা দৃশ্য।

বন্ধ ঘরে হটবম্ব কাজল রাঘবাণীর সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

‘দুলহীন গঙ্গা পার কে’ সিনেমার ‘গদি কে মাজা পালং পে’ গানে রোমান্স করেছেন একসাথে। এই সিনেমার হট ও রোমান্টিক দৃশ্যর গানটি দর্শকদের ব্যাপক মনে ধরেছে। ভিডিওর শুরুতেই কাজল ও খেসারিকে দেখা গেল এক খাটে শুয়ে থাকতে। তবে হঠাৎ কাজল শুরু করলেন নাচ। খেসারি বেশ অবাক হয়েছেন এমন নাচ দেখে। নায়িকা নিজে খেসারিকে উত্তেজিত করলেন। তার ভারী কোমরের ঝটকায় খেসারিকে গরম হতেই হলো।

বন্ধ ঘরে হটবম্ব কাজল রাঘবাণীর সাথে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

একই ঘরের মধ্যে শুরু করলেন ভালোবাসার রাসলীলা। কার্যত দুজনের দুস্টুমিতে খাট ভাঙার উপক্রম হয়েছিলো। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন তাকে। ভিডিও দেখে সবাই মনে করবেন বাস্তবেই যেন তারা স্বামী-স্ত্রী। কাজলের শরীরের শাড়ি বারংবার নিচে নেমে গেছে। সেই কারণেই পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে ভিডিওতে।

Yashi Films‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ১.৫ কোটি মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। এমন রোমান্স এর আগে কার্যত দেখা যায়নি। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। দুর্দান্ত এই গানটি গেয়েছেন খেসারি লাল নিজে ও হানি বি।