EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বন্ধ ঘরে কাজলের হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরি নায়কদের মধ্যে আপনার সবথেকে বেশি ভালোলাগে কাকে? ব্যক্তি বিশেষে যদিও এই উত্তর হবে ভিন্ন। ভোজপুরি সিনেমার নম্বর ১ হিরো অনেকে থাকলেও প্রথম পছন্দ খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। ভোজপুরি ইন্ডাস্ট্রি নয় সম্পূর্ণ ভারতে তার রমরমা আছে। বিখ্যাত রিয়ালিটি শো বিগ বসের (Big Boss) ঘরেও দেখা গিয়েছিলো তাকে। সলমান খান (Salman Khan) তার সিনেমার ফ্যান, এই কথাও নিজে মুখে সকলের সামনে বলেছিলেন ভাইজান। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, প্রযোজনা সবকিছুতেই নাম লিখিয়েছেন। তবে এবার আবারো একবার খবরের শিরোনামে উঠেছেন খেসারি লাল যাদব তার ফুলসজ্জার কারণে। না না, চিন্তা নেই নিছকই সিনেমার খাতিরে তার এই ফুলসজ্জা। যদিও নায়ক ও তার রসে ভরা নায়িকা মিলে সেই সিন্ করে তুলেছে জীবন্ত।

Movie: সংঘর্ষ (Sangharsh)

Song: তোহার হোথওয়া লাগেলা চাকলেট (Tohar Hothwa Lagela Chaclate)

Cast: হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani) ও খেসারি লাল যাদব -কে দেখা গিয়েছে এই ভিডিওতে।

Singers: খেসারি লাল যাদব ও গায়িকা প্রিয়াঙ্কা সিং

Song Story: ভিডিওর শুরুতেই চেনা ছন্দে দেখা গেল কাজল ও খেসারিকে। এক গ্লাস দুধ নিয়ে হাজির নায়িকা। তবে না, খেসারিকে দেওয়ার বদলে সে নিজেই পান করে নিলো সেই দুধ। গরম দুধের মতোই কাজলও হয়ে উঠেছে ব্যাপক গরম। শরীর থেকে নিজেই শাড়ি নামিয়ে শুরু করলেন নাচ। তা দেখে খেসারিও নিজেকে ধরে রাখতে পারলেন না। শাড়িতে তার যৌবন যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছিলো। তার ভারী কোমরের ঝটকায় খেসারি প্রথমে সামলাতে বেশ নড়বড়ে হয়ে গেছে। বন্ধ ঘরের মধ্যে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে দুজনে।

Youtube Channel: ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও।

Views: এখনও পর্যন্ত ৪,১৪,৪১,৪৮১ জন মানুষ এই গানটি দেখে নিয়েছেন।