EntertainmentViral Video

Bhojpuri Video: ‘সুপার হট’ কাজলের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার (Social Media) দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের (Youtube) ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। সেই সূত্র ধরে আবারো ভাইরাল (Viral) হয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) সিনেমার একটি গান।

Bhojpuri Video: ‘সুপার হট' কাজলের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘবাণী (Kajal Raghwani)। আর তার সাথেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘মেয় সেহরা বাঁধ কে আয়ুঙ্গা’ (Mai Sehra Bandh Ke Aaunga) সিনেমায়। সেই সিনেমারই দুর্দান্ত লাস্যময়ী একটি গান ভাইরাল হয়ে উঠেছে। গানের শুরুতেই কাজলের শরীরকে জাপটে ধরলেন খেসারি লাল। একের পর এক চুম্বন বৃষ্টি হলো লাস্যময়ির শরীরে। আপনাদের জানিয়ে রাখি, খেসারি লাল যাদব এবং কাজল রাঘবাণী যে গানে নাচছেন তার নাম, ‘না ছেদা না পিয়া’ (Na Chera Na Piya)।

Bhojpuri Video: ‘সুপার হট' কাজলের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

মিউজিক ভিডিওতে খেসারি ও কাজলের কেমিস্ট্রি রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ফ্যানদের। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান সকলে। এই ভিডিও দেখেও সেই হাল হয়েছে। এমন ফিগার দেখে নিজেকে ধরে রাখতে পারবেন না সকলে। এই ভিডিওটি সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটে। কাজলের শরীরে শাড়ি ও ব্লাউজ। তবে এক সময় কার্যকরী খেসারির জোরাজুরিতে সেই শাড়ি শরীর থেকে নামতে বাধ্য হয়েছে।

Bhojpuri Video: ‘সুপার হট' কাজলের সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, তুমুল ভাইরাল ভিডিও

PBR MUSIC‘ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৯১ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সাথেই কাজলের শরীরের প্রশংসায় মেতেছেন সকলে। এর আগেও কাজকে লাস্যময়ী রূপে দেখা গেলেও এটা যেন সবথেকে আলাদা। দেরি না করে চটপট এই ভিডিওটি দেখে নিন।