EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে ভোজপুরি কুইন কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বর্তমানে খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) একজন ট্রেনডিং স্টার। ভোজপুরি ইন্ডাস্ট্রি শুধু নয় তাঁকে সাড়া ভারতের মানুষ পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, প্রযোজনা সবকিছুতেই নাম লিখিয়েছেন। খেসারির সাথেই অন স্ক্রিন কেমিস্ট্রিতে হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani) -কে দেখা গেছে বহুবার। অনেক সিনেমায় তারা একসাথে কাজ করেছেন। সিনেমার সাথেই হট ও রোমান্টিক দৃশ্যর গান গুলি দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি ভোজপুরি ‘সংঘর্ষ’ (Sangharsh) সিনেমার গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে।

বন্ধ ঘরে ভোজপুরি কুইন কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

গানের নাম ‘জবলে জাগাল বাণী’ (Jable Jagal Bani)। ভিডিওর শুরুতেই কাজল নিজে থেকে এসে খেসারিকে উত্তেজিত করলেন। তার ভারী কোমরের ঝটকায় খেসারিকে খেতে হলো গুঁতো। একই ঘরের মধ্যে শুরু করলেন ভালোবাসার রাসলীলা। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন তাকে। ভিডিও দেখে তাদের বোঝা যাচ্ছে বাস্তবেই এমন রোমান্স মত্ত হয়েছেন তারা। আর এইভাবেই খেসারিকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলানো যা অনায়েসেই ঘাম ঝরায়।

বন্ধ ঘরে ভোজপুরি কুইন কাজল রাঘবাণীর সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে। কাজলের পরনে লাল রঙের লেহেঙ্গা ও চলি। বক্ষ যুগলের খাঁজ স্পষ্ট। তেমনই পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত ভিডিওতে। ‘Worldwide Records Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৩ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৮.৩ কোটি মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স।

সাথেই ৩ লক্ষের বেশি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো মানুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন খেসারি নিজে ও হানি বি। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।