EntertainmentVideoViral Video

Bhojpuri Video : হটেস্ট দীপিকাকে একা পেয়ে ভরপুর রোমান্স খেসারির, ভুলেও দেখবেন না পরিবারের সামনে

Khesari-Deepika Romance : হটবম্ব দীপিকার সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, দেখুন ভিডিও

ভোজপুরী গানে বন্ধ ঘরে দীপিকা ত্রিপাঠির (Deepika Tripathi) সঙ্গে চরম রোম্যান্সে মাতলেন খেসারি লাল যাদব। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। খেসারি লাল (Khesari Lal Yadav) হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি যতবারই স্ক্রিনে আসেন ততবারই নজর কাড়েন দর্শকদের। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

বরাবরই যেকোনো নায়িকাকে নিয়েই তার স্ক্রিনে এন্ট্রি আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি তেমনই একবার খেসারি ও দীপিকার ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের ।

  • Album : Kora Mein Sutaal
  • Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), দীপিকা ত্রিপাঠি (Deepika Tripathi)
  • Singer : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)

  • Story : ভিডিওতে খেসারিকে দীপিকা ত্রিপাঠির সঙ্গে রোম্যান্সে মাততে দেখা গিয়েছে। কখনও সোফায়, কখনও মাটিতে আবার কখনও পুলের মধ্যে তাদের দেখা যাচ্ছে। রোম্যান্সের পাশাপাশি দীপিকাকে উদ্যম নাচতেও দেখা গিয়েছে। ভিডিওতে খেসারিকে বেশ রাফ এন্ড টাফ লুকেই দেখা যাচ্ছে। দীপিকাই তাকে নাচে গানে বশ করার চেষ্টা করছে। খেসারির পরণে রয়েছে টি-শার্ট ও প্যান্ট। আর তার উপরে রয়েছে শার্ট। আর ওদিকে দীপিকাকে একেরপর এক হট লুকে দেখা যাচ্ছে। কখনও হট প্যান্ট, কখনও বিকিনিতে তাক লাগিয়েছেন নায়িকা।

  • Youtube Channel : Yashi Music Hits নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে।
  • Views : ৭ মাস আগে শেয়ার করা ভিডিওটি এখনও পর্যন্ত ৫.৭ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৬১ হাজার মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল খেসারি ও দীপিকার (Khesari Lal Yadav-Deepika Tripathi) এই ভিডিও।