EntertainmentVideoViral Video

Bhojpuri Video : হটেস্ট অক্ষরাকে ভুলে আর্শিয়ার সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

অক্ষরা সিং অথবা আম্রপালি দুবে নয়, অর্শিয়ার সাথে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

বলিউড ইন্ডাস্ট্রিকে সমানে সমানে টেক্কা দিয়ে চলেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। বর্তমান প্রজন্মের কাছে চাহিদা বাড়ছে এই ইন্ডাস্ট্রির বিভিন্ন গান এবং সিনেমা গুলির। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নিত্যদিন দেখা যায় ভোজপুরি গানের ভিডিও। আর তারপর যদি অভিনেতা হন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) তাহলে তো আর কথাই নেই। গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। আর সে কারণেই তো এই অভিনেতার গানের ভিডিও প্রকাশ্যে আসলেই তা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল। সম্প্রতিও ঠিক ঘটেছে তেমনটাই। এবার অভিনেত্রী আর্শিয়া আর্সির (Arshiya Arshi) সঙ্গে জুটি বেঁধে হাজির খেসারি লাল।

অভিনয় দুনিয়ার পাশাপাশি নিজেকে সঙ্গীতশিল্পী, প্রযোজক এবং পরিচালক হিসেবে বারবার প্রমাণ করেছেন খেসারি লাল যাদব। তাঁর ভক্তের সংখ্যা যে নেহাত কম নয় তা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। অনুরাগীদের উদ্দেশ্যে নিত্যদিন নানান ধরনের ছবি কিংবা ভিডিও তিনি পোস্ট করেন নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তবে সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম।

  • Song : ‘Harmoniyam Honey’
  • Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), আর্শিয়া আর্সি (Arshiya Arshi)
  • Singer : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
  • Story : ভিডিওর শুরুতেই প্রেম নিবেদন করতে দেখা গেল নায়িকাকে। নায়িকার হট শরীর দেখে নিজেকে ধরে রাখতে পারলে না অভিনেতা। গানের পরতে পরতে ফুটে উঠেছে রোম্যান্টিক দৃশ্য। পাশাপাশি অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন খেসারি এবং আর্শিয়া। বলা ভালো, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই গানের ভিডিও।

  • YouTube Channel : ‘Saregama Hum Bhojpuri’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিওটি।
  • Views : 1 বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 34 কোটি 89 লাখ 41 হাজার 911 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 22 লাখ মানুষের।