EntertainmentVideoViral Video

Bhojpuri Video : খোলা আকাশের নীচে হটেস্ট আম্রপালির সাথে রোমান্টিক মুডে খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় নায়ক খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গায়ক, প্রযোজক, নৃত্যশিল্পী হিসেবেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। আর সে কারণেই সোশ্যাল মিডিয়া খুললেই তাঁকে দেখা যায় বারংবার। কখনো সিনেমার কোনো সিন কখনো আবার হিট গান। প্রত্যেক দিনই ভাইরাল হচ্ছে কিছু না কিছু। ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন জনপ্রিয় এই অভিনেতা। নেপথ্যে ভাইরাল একটি গান। জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হলেন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) এবং আম্রপালি দুবে (Amrapali Dubey)।

Song : Kariba Kothariya Mein Pyar

Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)

Singer : Khesari Lal Yadav & Anamika Tripathi

Story : ভিডিওর শুরুতেই খেসারি লাল যাদব এবং আম্রপালিকে দেখা যাচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা নিবেদন করতে। এরপরই গানে ফুটে উঠেছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। গোটা ভিডিওটিতে শাড়ি পরেই দেখা গেল জনপ্রিয় এই নায়িকাকে। অন্যদিকে নায়ক ধরা দিলেন টি-শার্ট এবং জিন্সে। জনপ্রিয় দুই তারকার কেমিস্ট্রি নজর কেড়েছে নেটপাড়ার।

YouTube Channel : SRK Music নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Views : 8 মাস আগের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 33 লাখ মানুষ। গানটি পছন্দ করেছেন 68 হাজার মানুষ।

বলা বাহুল্য, খেসারি লাল যাদব এবং আম্রপালি দুবের (Khesari-Amrapali) এই গান রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া।