EntertainmentVideoViral Video

ভোজপুরি কুইন আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

ভোজপুরি গান অথবা সিনেমা বর্তমানে ব্যাপক জনপ্রিয়। আগেকার দিনের থেকে এখন খুব ভালো ভালো কনটেন্ট তৈরী হচ্ছে সেখানে। ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) বর্তমানে এক নম্বরে আছেন। সাথেই অভিনেত্রী আম্রপালি দুবের (Amrapali Dubey) সাথে জুটি বেঁধে কাঁপাচ্ছেন দর্শকদের মন। লাস্যময়ী এই জুটিকে দেখতে সবসময়ই আগ্রহী থাকেন। তবে এবার কার্যত রোমান্সর চক্করে খাট ভেঙে ফেললো দুজনে। কি বিশ্বাস হচ্ছে না। এবার এমনই একটি অ্যাডাল্ট ভিডিও সং ভাইরাল (Viral) হয়েছে জুটির যেখানে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছেন।

ভোজপুরি কুইন আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

মাসখানেক আগে রিলিজ হয়েছিল ভোজপুরি ‘ডোলি সাজাকে রাখনা’ (Doli Sajake Rakhna) সিনেমা। সিনেমায় জুটি বেঁধেছিলেন খেসারি লাল ও আম্রপালি দুবে। সম্প্রতি তাদের এমন রোমান্টিক গান দেখে হুঁশ উড়েছে সকলের। বিখ্যাত গানের নাম ‘টুট জায়ে পালং রাজা জি’ (Tut Jaye Palang Raja Ji)। গানের কথার সাথেই ভিডিওতেও আছে মিল।

ভোজপুরি কুইন আম্রপালির হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

গানটি দুস্টু-মিষ্টি খুঁনসুটি ও রোমান্সে ভরপুর। গানের শুরুতে খেসারি ও আম্রপালি যেন রোমান্সে ডুবতেই হাজির হয়েছেন। ছোট এক খাটের মধ্যে একে অপরের উপরে কার্যত যে কাজটি করেছেন তা ভাষায় বলা যাবে না। নাচও কিন্তু জবরদস্ত হয়েছে। গোলাপি টুকটুকে শাড়ি ও ব্লাউজে হট অবতারে আম্রপালিকে ভিডিও জুড়ে দেখা গেছে। আর এই চরম রোমান্সের সময়েই হয়তো খাট ভেঙে ফেলেছেন তারা।

এই ভিডিওটি ‘PBR MUSIC‘ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৩.৬ কোটি ভিউস ছাড়িয়ে গেছে। লক্ষাধিক লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। বেশিরভাগ মানুষ ভিডিওতে আম্রপালির হটনেসের প্রশংসা করেছেন। তার নাচ ও জবরদস্ত ঘাম ঝরানো এক্সপ্রেশনের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে সে।