Entertainment

শাশুড়ির চাহিদা পূরণ করতে পুরুষ খুঁজে আনলো বৌমা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Ullu Web Series: অ্যাডাল্ট সিরিজ দেখেন আপনি? একা ঘর কিংবা দিনের কোনো না কোনো সময় এই ধরণের সিরিজ এখন মানুষ উপভোগ করেন। এই ধরণের সিরিজ কিন্তু একাকিত্ব ও একঘেয়ে জীবন থেকে স্বস্তি দিতে সক্ষম। এখন সিনেমার থেকেও এই সিরিজ গুলির চাহিদা সবথেকে বেশি। তেমনই দর্শকদের পছন্দের এই মুহূর্তে একাধিক ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম রয়েছে। যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। চলুন আর দেরি না করে আরও একটি ওয়েব সিরিজ সম্পর্কে জানানো যাক।

Web Series Name – খালিস পার্ট ১ (Khalish Part ১)

Episode – এই সিজনে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

Web Series Cast:  মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া গামরে (Priya Gamre) ও আলিয়া নাজ (Aliya Naaz)।

Streaming Platform – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

Web series Story – সিরিজের গল্প তৈরী হয়েছে দুটি মহিলাকে কেন্দ্র করে। একজন শাশুড়ি ও ওপরজন তার বৌমা। তার ছেলে নতুন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলেও তার শাশুড়ি তাকে পছন্দ করে না। বৌয়ের সাথে সর্বদা দুর্ব্যবহার করতে থাকে। তবে বৌমা তার কারণ খুঁজতে গিয়ে দেখতে পায় তার শাশুড়ির যৌবন এখনও অতৃপ্ত। শশুরমশাই মৃত্যুর পরে থেকে একা হয়ে গেছে। তার বৌমা দেখতে পায় পাড়ার যুবকের কার্যত তার শাশুড়ি নিজের শরীর দেখিয়ে লালসা জাগাচ্ছে। তারপর থেকেই বৌমা তার শাশুড়ির অতৃপ্ত শরীরের জন্য পুরুষ খুঁজে দেওয়ার দায়িত্ব নেয়। সে কি পারবে শাশুড়ির মনোবাসনা সম্পূর্ণ করতে? তা দেখবেন খালিস সিরিজের মধ্যে দিয়ে।

Release Date- প্রথম পর্ব ২৬ সে মে ২০২৩ সালে রিলিজ হয়েছিল।

Languages – হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করবে।

How To Watch Khalish Web series – নিজের স্মার্ট ফোনে উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করুন।