Entertainment

‘সবাই কেমন আছো’, রাস্তায় বেরিয়ে প্রতিবেশীদের খোঁজ নিলেন অরিজিৎ সিং, দেখে মুগ্ধ নেটিজেনরা

Advertisement
Advertisements

তার গানে মুগ্ধ হবেন নাকি জীবনযাত্রায়? কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন সকলের আবেগের একটি নাম অরিজিৎ সিং (Arijit Singh)। তার গানে যেমন রয়েছে ভাঙা হৃদয়ে প্রলেপ দেওয়ার শক্তি তেমনই আবার আছে জীবনে শত লড়াই করেও বেঁচে থাকার রসদ। সবমিলিয়ে তিনি যেন মন ভালো করার প্যাকেজ। গোটা ভারতের মানুষ তাকে একটি বার দেখার জন্য আকুল হয়ে থাকে। আর তাকে ছুঁতে পারলে তো সাক্ষাৎ ভগবান দর্শন। এমনটাই মনে করেন সকলে।

লাইম-লাইট তার সহজ-সরলতাকে কাড়তে পারেনি। তাকে নিয়ে উৎসবের ঘনঘটা হলেও তিনি কিন্তু বরাবরই সেসব থেকে দূরে থাকেন। বরং নিজের কাজটুকু করে যান মন দিয়ে। এতকিছু জীবনে পাওয়ার পরও তিনি আজও জিয়াগঞ্জের বাড়িতেই বসবাস করেন। দুই ছেলে আলি, জুল সহ তার স্ত্রী কোয়েলকে নিয়ে এখানেই তার সংসার। সেখানকারই স্কুলে পড়াশোনা করেন তার দুই ছেলে। খুবই সাধারণ ভাবে কাটান নিজের জীবন।

বর্তমানে বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‘আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের।

বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান। আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে। সম্প্রতি এবার তাকে দেখা গেল হাসিমুখে পাড়ার লোকেদের খোঁজখবর নিতে। ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, একটি ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে স্কুটির কাছে এলেন অরিজিৎ। পরণে টি-শার্ট ও প্যান্ট।

তার উল্টোদিকে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদের দেখে হাসিমুখে প্রশ্ন করলেন ‛ভালো আছো সবাই’? তাতে সম্মতি জানিয়ে সকলের পাল্টা প্রশ্ন ‛তুমি ভালো আছো’? তাতে গায়ক জানান ‛এই চলে যাচ্ছে গো’। তারপর একজন বলেন ওঠেন আজ বৌদির দেখা নেই কেন? তাতে অরিজিৎ জানান ‛ও এখন রক্ত দিতে গেছে তাই এলো না’। তারপরই স্কুটিতে উঠে সবাইকে বিদায় জানিয়ে এগিয়ে যায় গায়ক। বরাবরের মতো এবারেও অরিজিতের এই মানসিকতায় আরও একবার মুগ্ধ হয়েছেন মানুষজন।