‘পার্সোনাল লাইফ গোছাতে চাই’, আদৃতের সাথে সম্পর্ক নিয়ে রচনার সামনে মুখ খুললেন কৌশাম্বি! রইল ভিডিও

আদৃতের (Adrit Roy) সঙ্গে সম্পর্ক নিয়ে রচনার প্রশ্নবানের মুখে কৌশাম্বি (Kaushambi Chakraborty)। এতদিন বিষয়টি বেশ লুকোচুরির মধ্যেই ছিল। তবে, আদৃতের জন্মদিনের পর থেকে বিষয়টি এসেছে সামনে। আর মিঠাইয়ের শেষলগ্নে এসে বিষয়টি নিয়ে একেবারে খুল্লামখুল্লা এই জুটি। আর এবার ‛দিদি নাম্বার ওয়ান’-এর (Didi No 1) মঞ্চে আবারও একবার উঠে এল সেই প্রসঙ্গ। সাধারণ মানুষের পাশাপাশি মাঝেমধ্যেই দিদির মঞ্চে দেখা মেলে সেলিব্রেটি সব দিদিদের। আর তেমনই সম্প্রতি হাজির হয়েছিলেন কৌশাম্বি।
মিঠাই ধারাবাহিকের পর্দায় তাকে সিডের দিদিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আর সেখান থেকে তাদের প্রেমের সূত্রপাত। দিদির মঞ্চে কৌশাম্বি (Kaushambi Chakraborty) হাজির হতেই রচনার প্রশ্নবানের মুখে পড়লেন অভিনেত্রী। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) অফিসিয়াল ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে সেই ভিডিওটি (Video) এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে যে, রচনা কৌশাম্বিকে প্রশ্ন করেন যে, জীবনটা কিভাবে দেখতে চাও?
আর তারপরই কৌশাম্বির (Kaushambi Chakraborty) সটান উত্তর ‛ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। সঙ্গে পার্সোনাল লাইফটাও গোছাতে চাই’। তবে, এটুকুতেই কি ছেড়ে দেওয়ার পাত্রী রচনা? না তা একেবারেই নয়। আর তাইতো রচনা পাল্টা প্রশ্ন করে বলেন যে, ‛পার্সোনাল লাইফটা গোছানোর জন্য তো একটা লোক দরকার’। আর এই কথা শুনে তো একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে কৌশাম্বির মুখ। এমনকি কাশতে শুরু করেন।
ওদিকে স্ক্রিনে ভেসে আসে মিঠাই (Mithai) সিরিয়ালের কিছু দৃশ্য। যেখানে মিঠাইকে বলতে শোনা যাচ্ছে যে, ‛সবই গোপালের ইচ্ছে বুঝলে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে’। সম্প্রতি এই প্রোমো প্রকাশ্যে আসামাত্রই ‛কৌদৃত’ জুটির ভক্তরা তো বেশ খুশি। কিন্তু ‛সিধাই’ জুটির ভক্তরা রীতিমতো কটাক্ষের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛কৌশাম্বির (Kaushambi Chakraborty) ব্যক্তিগত জীবনের কথা জানতে হলে রিয়েল ছবি ব্যবহার করা হোক’। আবার কেউ লিখেছেন ‛হ্যাঁ গোছাতে তো চাইবেই বড়লোক বয়ফ্রেন্ড পেয়েছে কিনা’। সবমিলিয়ে তুমুল ভাইরাল এই ভিডিও।
View this post on Instagram