ডবল ধামাকা অন্তিম দিনে, হাত বাঁচলো ‘মিঠাই’য়ের! শেষ পর্বে নেই কৌশাম্বি

আর মাত্র হাতেগোনা কয়েকটা ঘন্টা। আর তারপরই শেষবারের মতো টিভির পর্দায় সম্প্রচারিত হবে ‛মিঠাই’ (Mithai)। সন্ধ্যে সাড়ে ৬টায় সুখে দুখে মিষ্টি মুখে ধরা দেবে গোটা মনোহরা পরিবার। দীর্ঘ আড়াই বছর ধরে টিভির পর্দায় দর্শকদের পছন্দের সিরিয়াল এটি। একদিকে একান্নবর্তী পরিবার অন্যদিকে হল্লা পার্টির দুস্টুমি সবমিলিয়ে সিরিয়াল প্রেমী মানুষদের মনে আলাদাই জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। তবে, সবকিছুতে আজ পাকাপাকিভাবে ইতি পড়ার পালা।
কি কি ঘটলো শেষ পর্বে তা জানতে আগ্রহী সকলেই। ইতিমধ্যে জি ফাইভে এসে গিয়েছে মিঠাইয়ের (Mithai) অন্তিম পর্বের এপিসোড। শুরুতেই হাসপাতালে দেখা মিললো মিঠাই ও সিডের। বউয়ের হাত বাদ যাবে শুনে চিন্তিত সে। তার কথা হাত না থাকলে মিঠাই মিষ্টি বানাবে কি ভাবে? আর মিষ্টি বানাতে না পারলে মিঠাই তো মরেই যাবে। তবে, শত কষ্ট বুকে চেপেও মিঠাই কিন্তু একগাল হাসিমুখে জানায় যে, হাত বাদ পড়লেও তার চিন্তা নেই। কেননা তার আরেকটা ডান হাত রয়েছে।
আর তারপরই মিঠাই ইশারা করে উচ্ছেবাবুর দিকে। এরপর মিঠাইকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। ওদিকে সিদ্ধার্থ তার দুই ছেলে মেয়ে অর্থাৎ শাক্য ও মিষ্টিকে নিয়ে অপেক্ষা করতে থাকে। সকলে মিলে গোপালকে ডাকে। এরপর অপারেশন শেষে ডাক্তার জানায় যে, মিরাকেল ঘটেছে। মিঠাইয়ের হাত বাঁচানো সম্ভব হয়েছে। এরপর হাসপাতালে বসেই সিড প্রমিস করে যে, মিঠাই (Mithai) বাড়ি ফিরলে সে নিজের হাতে পিঠেপুলি করে গোপালকে খাওয়াবে।
এরপরই শেষপর্বে এসে হাজির হয় মোদক পরিবারের সকলে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে মিঠাইকে (Mithai) তারই গানে ওয়েলকাম জানানো হয়। এদিন শুধু মিঠি আর কৌশাম্বির দেখা মেলে না। তা বাদে সকলেই হাজির থাকে। শুধু কি তাই এদিন সোম-তোর্সাও সবাইকে সুখবর দেয় যে তারা বাবা-মা হতে চলেছে। এরপরই মিঠাই-সিড একসঙ্গে পাটিসাপটা বানায়। এখানেও বাদ থাকলো না খুনসুটি। শেষবারের মতো বৌদিমনির পিছনে লাগতে ভুললো না সিড।
আগামীদিনে এইভাবে হাসিখুশি, মিলেমিশে থাকবে সবাই সেই প্রমিস করালো দাদাই। তবে, এখানেই কিন্তু শেষ নয় গল্প। এখনও বাকি আছে টুইস্ট। লেখিকা যেমন বলেছিলেন একটা বৃত্ত সম্পূর্ণ হবে ঠিক তেমনটাই হল। একটু পিছনে ফিরলে সকলেরই মনে আছে নিশ্চই প্রথম পর্বে সিড (Sid) বলেছিল ‛আই হেট সুইটস। মিষ্টি দেখলে আমার বমি পায়’। তবে, এদিন নিজের হাতেই মনোহরা খেতে দেখা গেল উচ্ছেবাবুকে। যা দেখে তো অবাক সকলেই।
View this post on Instagram
বরের কান্ড দেখে তো মিঠাই (Mithai) রানী নিজের গায়েই চিমটি কেটে দেখলো এটা সত্যি নাকি। এরপরই সিড চোখ গোলগোল করে জানাল ‛মিষ্টি খেলে আমার আর বমি পায় না, বিকস আই লাভ সুইটস’। এরপর মিঠাইকে বুকে টেনে নিল সিদ্ধার্থ। সবশেষে সকলে বলে উঠলো ‛জয় গোপাল’। আর এখানেই শেষ হল মিঠাইয়ের যাত্রা।